• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

‘ফসলি জমি বাঁচাতে যত্রতত্র বাড়ি তৈরি করা যাবে না’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ অক্টোবর ২০১৭, ২৩:১৯

ফসলি জমি বাঁচাতে হলে গ্রামে যত্রতত্র বাড়ি তৈরি যাবে না। বললেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্র্যাক আয়োজিত নগরের দরিদ্রদের জন্য গৃহায়নে অর্থায়ন বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, সরকারের নগর অঞ্চল পরিকল্পনা আইনের আলোকে যেখানে-সেখানে বাড়ি করার প্রতি নিষেধাজ্ঞা রয়েছে। গ্রামেও বাড়ি করতে হলেও পৌরসভার চেয়ারম্যান, মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমতি নিতে হবে।

তিনি বলেন, দেশের মোট গৃহের ৮১ ভাগ গ্রামে অবস্থিত। তার মধ্যে ৮০ ভাগ নিম্নমানের কাঠামো দিয়ে তৈরি। সবার জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে সরকারের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রায় সাত হাজার অ্যাপার্টমেন্ট তৈরি করেছে।

সরকার ভবিষ্যতে এ সংকট সমাধানে আরো ১০ হাজার অ্যাপার্টমেন্ট তৈরি করবে বলেও তিনি উল্লেখ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, কুমিল্লার মেয়র মনিরুল হক সাক্কু, বরিশালের মেয়র আহসান হাবিব কামাল।

এমসি/কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নীতি সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক, স্মার্ট হার প্রত্যাহার
নায়কের পর এবার গায়কের বাড়িতে গুলি, আহত ১
বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে রবীন্দ্রনাথকে স্মরণ
ব্যালটে প্রতীক ভুল, কসবা নির্বাচন কর্মকর্তা বদলি
X
Fresh