• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টি হতে পারে ৮ জেলায়

আরটিভি নিউজ

  ০১ মার্চ ২০২৩, ২১:৫০
বৃষ্টি হতে পারে ৮ জেলায়
ছবি: সংগৃহীত

রংপুর বিভাগের আট জেলার কোনো কোনো স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এমন পরিস্থিতিতে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে পরবর্তী ৪৮ ঘণ্টা দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। পরবর্তী পাঁচ দিন পর্যন্ত এ অবস্থা চলবে।

বুধবার সকাল ৯টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং কুমারখালীতে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২০ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়ের সংকেত
পোড়া বনের জন্য বৃষ্টি যেন আশীর্বাদ
৯ জেলায় বজ্রপাতে নিহত ১১ 
কক্সবাজারে জরুরি অবতরণ করল ইউএস-বাংলার ফ্লাইট
X
Fresh