• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রী সময় দিলে জুনেই পদ্মা সেতু উদ্বোধন : কাদের

আরটিভি নিউজ

  ১১ মে ২০২২, ১৪:৩০
পদ্মা, সেতু, উদ্বোধনে, প্রধানমন্ত্রীর, কাছে, সময়, চেয়েছি, ওবায়দুল, কাদের,
ফাইল ছবি

চলতি বছরের জুন মাসের শেষের দিকে পদ্মা সেতু উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১১ মে) রাজধানীর সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, উদ্বোধনের আগেই সেতুটির ‘শেখ হাসিনা-পদ্মা সেতু’ নামকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে। তিনি সম্মতি দিলে এ নামে সেতুটির উদ্বোধন করা হবে।

মন্ত্রী বলেন, সেতুটি উদ্বোধনের তারিখ নিয়ে ধোঁয়াশার কারণ নেই। সামান্য কিছু কাজ বাকি আছে, যা মে মাসে শেষ হবে। প্রধানমন্ত্রী সময় দিলে জুনের শেষেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে।

তিনি বলেন, পদ্মা সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৯৮ শতাংশ। নদীশাসন কাজের অগ্রগতি ৯২ শতাংশ এবং সেতুর কার্পেটিং কাজের অগ্রগতি ৯১ শতাংশ। এ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯৩ দশমিক ৫০ শতাংশ।

এ ছাড়া চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৫ শতাংশ বলেও জানান সেতুমন্ত্রী।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় গেলে রক্তে ভাসিয়ে দেবে : ওবায়দুল কাদের
অতি বাম-ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে : প্রধানমন্ত্রী
পদ্মা সেতুতে ১৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক
‘জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা পরিষ্কার করতে হবে’
X
Fresh