• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ঢামেকে প্রতিদিন ৫ হাজার করোনা টিকা দেওয়া হচ্ছে

আরটিভি নিউজ

  ২৯ জানুয়ারি ২০২২, ১৬:২৮
ঢামেকে প্রতিদিন ৫ হাজার করোনা টিকা দেওয়া হচ্ছে
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রতিদিন গড়ে ৫ হাজার মানুষকে করোনা টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢামেক হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

মো. নাজমুল হক বলেন, গত একবছরে ৫ লাখ মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের আপামর জনসাধারণের কাছে সুচিকিৎসার জন্য ঢামেক হাসপাতাল আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সেজন্য ঢামেক হাসপাতাল বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বছরে ২৪ ঘণ্টা জরুরি বিভাগ থেকে সেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ঢামেক হাসপাতাল দক্ষতার সঙ্গে করোনা আক্রান্তদের মহামারির শুরু থেকে চিকিৎসা সেবা দিয়ে এসেছে এবং দিয়ে যাচ্ছে। করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী টিকাদান থেকে শুরু করে করোনা চিকিৎসার সবকিছুই অত্যন্ত দক্ষতার সঙ্গে চালিয়ে যাওয়া হচ্ছে।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে হাসপাতালের রোগীদের খাবারে অনিয়ম, ক্যান্টিন মালিককে জরিমানা
তাপপ্রবাহে এক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী অসুস্থ
পাঁচ ফুট দৈর্ঘ্যের বিষধর রাসেলস ভাইপার, পিটিয়ে মারলেন কৃষকেরা
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড
X
Fresh