• ঢাকা বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

দেশে করোনায় শনাক্ত বেড়েছে

আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২২, ১৭:৩৪
দেশে, করোনায়, শনাক্ত, বেড়েছে,
ফাইল ছবি

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) ১ হাজার ১৪০ জন রোগী শনাক্ত হয়েছিল। এ দিন সাতজনের মৃত্যু হয়েছিল।

দেশে এখন পর্যন্ত করোনায় প্রাণ গেছে ২৮ হাজার ৯৮ জনের এবং শনাক্ত ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ২০৪টি নমুনা। নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

নতুন মারা যাওয়া একজন নারী। তিনি ময়মনসিংহ বিভাগের।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এনএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনা টিকা প্রত্যাহার করছে অ্যাস্ট্রাজেনেকা
দ্রুত ছড়াতে সক্ষম করোনার নতুন ভ্যারিয়েন্ট ফ্লার্ট
সংসদে ঢুকতে বাধা দেওয়ায় লতিফ সিদ্দিকীর ক্ষোভ
করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় অভিনেতার হার্ট অ্যাটাক!
X
Fresh