• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোজায় তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মে ২০১৭, ১৪:২৩

রমজান মাস শুরুর আগেই আবহাওয়া অনেকটা স্বস্তিকর অবস্থায় এসেছে। আবহাওয়া অফিসও জানাচ্ছে তাপমাত্রা এখন থেকে অনেকটাই সহনীয় পর্যায়ে থাকবে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের সব বিভাগেই বৃষ্টি এমনকি শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া তাপমাত্র কমছে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। হ্রাস পেতে পারে রাতের তাপমাত্রাও।

আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, রমজানের প্রথম দিকে তাপপ্রবাহ কিছু সহনীয় পর্যায়ে থাকবে। এসময় দেশের বিভিন্ন এলাকায় কিছু কিছু বৃষ্টিও হতে পারে।

শনিবার আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গেপসাগরে একটি লঘুচাপ সক্রিয় রয়েছে। এটি আরও ঘনিভূত হতে পারে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ কারণে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দম্কা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও পাবনা অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh