• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

মধ্যপ্রাচ্যসহ ৩০ দেশে রোজা শুরু, বাংলাদেশে রোববার (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৭ মে ২০১৭, ১১:১৬

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে আজ থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। শুক্রবার সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ায় রোজা শুরুর ঘোষণা দেয় দেশটির সুপ্রিম কাউন্সিল। সৌদি ছাড়া মধ্যপ্রাচ্যে ইরান, কুয়েত, কাতার, তুরস্ক, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ফিলিস্তিন, ওমানসহ ৩০টি দেশে রমজান শুরু হয়েছে।

চাঁদ দেখার পরই একে অপরকে রমজানের শুভেচ্ছা জানিয়ে রাতে তারাবির নামাজ আদায় করেন এসব দেশের লাখো মুসুল্লি।

এছাড়া রমজান মাসকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপে বসবাসকারী মুসলানেরা।

রহমত, বরকত ও নাজাতের মাসের আগমনে মৃত স্বজনদের জন্য দোয়া করেন বহু মুসুল্লি। পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ কয়েকটি দেশের মুসলমানরাও সেহেরি করে রোজা রাখছেন।

রমজানকে ঘিরে কর্মঘন্টা কমানো এবং দিনে রেস্তোরা বন্ধ রাখছে মুসলিম-অধ্যুষিত দেশগুলো।

এদিকে, রোববার থেকে রমজান শুরু হবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানসহ কয়েকটি দেশে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে সভাপতি ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, দেশের আকাশে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় শনিবার রাতে এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবির নামাজ। ২২ জুন পবিত্র লাইলাতুল কদর পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। মাহে রমজান শেষে ২৬ জুন বাংলাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর হওয়ারও সম্ভাবনা রয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh