• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলা ভাষায় হচ্ছে ফৌজদারি কার্যবিধি

আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২১, ২০:০২
বাংলা ভাষায় হচ্ছে ফৌজদারি কার্যবিধি
ফাইল ছবি

১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি যুগোপযোগী, আধুনিকায়ন ও বাংলা ভাষায় প্রণয়ন করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবিরকে চেয়ারপারসন এবং আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে কো-চেয়ারপারসন করে ৯ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত সচিব হাফিজ আহমেদ চৌধুরী, যুগ্মসচিব বিকাশ কুমার সাহা ও কাজী আরিফুজ্জামান, উপসচিব শেখ গোলাম মাহবুব, যুগ্মসচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপসচিব গাজী কালিমুল্লাহ ও যুগ্মসচিব (চলতি দায়িত্ব) মো. মুনিরুজ্জামান।

কমিটিকে যত দ্রুত সম্ভব এসব বিষয় পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে ১৯ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফৌজদারি কার্যবিধির প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন এবং বাংলা ভাষায় প্রণয়নের জন্য আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন
জি কে শামীমের জামিন ঘিরে প্রতারণা, আইনজীবীকে আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা
মিতু হত্যা মামলায় বাবুল আক্তারকে জামিন দেননি আদালত
টাঙ্গাইলে ৩ বাসকে জরিমানা
X
Fresh