• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চীন থেকে ৫ কোটি টিকা কিনতে চায় বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও)

আরটিভি নিউজ

  ১১ মে ২০২১, ১২:১৫
চীন থেকে ৫ কোটি টিকা কিনতে চায় বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালকে করোনা সামগ্রী উপহার দেওয়ার অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এমপি বলেছেন, চীন থেকে প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি ডোজ করোনার টিকা কিনতে চায় বাংলাদেশ।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মঙ্গলবার (১১ মে) সকালে নেপালকে করোনা সামগ্রী উপহার দেওয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়ালের খরচ আমাদেরকেই দিতে বলেছিল চীন, যেটা পৃথিবীতে বিরল। কিন্তু তখনই বাংলাদেশ জানিয়ে রেখেছিল পরবর্তীতে তাদের থেকে টিকা কেনা হবে।

অপর এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্রনীতি আমরাই ঠিক করবো। চীনা রাষ্ট্রদূত কি বললো সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সোমবার (১০ মে) একটি ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠানে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক জোট কোয়াডে যুক্ত হলে চীন বাংলাদেশ সম্পর্ক খারাপ হবে। এ জোটের সদস্য যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
X
Fresh