• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

শপিং করতে এসে জরিমানা খেল ২৯ জন

আরটিভি নিউজ

  ০৪ মে ২০২১, ২০:১০
শপিং করতে এসে জরিমানা খেল ২৯ জন
ফাইল ছবি

রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আজ মঙ্গলবার ক্রেতা–বিক্রেতাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।

দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে মোট ১৭টি মামলা করা হয়েছে। এ সময় ১৭ জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। মাস্ক না পরায় এদের জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল ইসলাম। তিনি বলেন, অসংখ্য মানুষ মাস্ক মুখের নিচে ও থুতনিতে ঝুলিয়ে রাখছেন। এসব কারণে ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ২৬৯ ধারা অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হচ্ছে।

অপরদিকে ডিএমপি পরিচালিত আরেকটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালান। এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাস। আদালত এ সময় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ১২টি মামলায় ১২ জনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদেশ লঙ্ঘনের দায়ে জরিমানা, কারাগারেও যেতে পারেন ট্রাম্প
অষ্টগ্রামে ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে ৩ বাসকে জরিমানা
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
X
Fresh