আরটিভি নিউজ
আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৯:৫০
সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির পর সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ছোট বড় সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বৈরী আবহাওয়া কেটে গেলে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হবে।
অপরদিকে শিবালয় উপজেলার ইউএনও বি এম রুহুল আমিন বলেন, আপাতত ফেরি চলাচল বন্ধ। তবে ফেরিঘাটে মানুষের চাপ রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চালু হবে।
পি