• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

সারা দেশে ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৪৫ হাজার ৫৩৮ জন

আরটিভি নিউজ

  ০৪ এপ্রিল ২০২১, ১৯:০০
45,536 people across the country have been vaccinated in 24 hours
সারা দেশে ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৪৫ হাজার ৫৩৮ জন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে টিকা নিয়েছেন ৪৫ হাজার ৫৩৮ জন। এদের মধ্যে মাত্র একজনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন- জ্বর, টিকা দেওয়ার স্থান লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৫৪ লাখ ৯৮ হাজার ১৭২ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৩৮ জনের শরীরে। পাশাপাশি টিকার জন্য নিবন্ধন করেছেন ৬৯ লাখ ১৫ হাজার ২২২ জন। গত ২৪ ঘণ্টায় টিকা নেয়াদের মধ্যে পুরুষ ২৫ হাজার ৬৫০ জন ও নারী ১৯ হাজার ৮৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। আর ৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকা কার্যক্রম শুরু হয়। এদিন সারা দেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন ও নারী সাত হাজার ৩০৩ জন।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টার ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম
শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের
শরীয়তপুরে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় ৫৫ রোগী হাসপাতালে ভর্তি
২৪ ঘণ্টা রোগী দেখবেন না চট্টগ্রামের চিকিৎসকরা 
X
Fresh