আরটিভি নিউজ
আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৮:০৭
লকডাউনের ঘোষণায় ব্যাংকে উপচেপড়া ভিড়

করোনার ব্যাপকতা ঠেকাতে সরকার আগামীকাল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে। এ সময় ব্যাংকিং সেবা সীমিত পরিসরে চালানোর কথা জানানো হয়েছে। তাই আজ রাজধানীর ব্যাংকগুলোতে দেখা গেছে গ্রাহকদের উপচেপড়া ভিড়। যা সামলাতে রীতিমত হিমশিম খেতে হয়েছে ব্যাংক কর্মীদের।
আজ রোববার (৪ এপ্রিল) রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়াসহ বিভিন্ন ব্যাংকে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, আগামীকাল থেকে ব্যাংকিং কার্যক্রম সীমিত করায় আজ সবাই টাকা তোলার জন্য ব্যাংকে ভিড় জমাচ্ছে। যা অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে লেনদেনের পরিমাণ অনেক বেশি। টাকা উত্তোলনের পরিমাণই বেশি ছিলো বলে জানিয়েছে তারা।
বেসরকারি অফিসের কর্মকর্তা মেহেদি হাসান জনি নামের এক গ্রাহক বলেন, এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে এই এক সপ্তাহ আবার দুই সপ্তাহ হয় কিনা কে জানে। তাই বাড়ি ভাড়াসহ এ কয়দিন সংসার চালানোর মতো খরচের টাকা উঠিয়ে নিলাম।
উল্লেখ্য, লকডাউনের সময় সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে। তবে অফিসের অন্যান্য কার্যক্রম চলবে দুপুর দুইটা পর্যন্ত। আজ বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দিয়েছে।
আরএস/পি