• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

জিডিপি বাড়লেও নির্বাচন নিয়ে বিতর্ক আছে: স্থানীয় সরকারমন্ত্রী

আরটিভি নিউজ

  ০৪ মার্চ ২০২১, ১৭:১৭
Despite GDP growth, there is controversy over elections: Local Government Minister
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এমপি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেছেন, গত ১২ বছরে দেশ অনেক এগিয়েছে। আমাদের জিডিপি অনেক বেড়েছে। যদিও আমাদের নির্বাচন নিয়ে অনেক তর্ক-বিতর্ক আছে।

রাজধানীর একটি হোটেলে গ্রাম আদালত কার্যক্রমের ওপর প্রশিক্ষণ কর্মশালায় বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের মন্ত্রী বলেন, গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা দিনে দিনে গ্রামীণ জনগণের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। গ্রাম আদালতের আইনগত বিষয়গুলো আরও যুগোপযোগী করার জন্য সরকার ইতোমধ্যে সংশোধনের ব্যবস্থা নিয়েছে। আগামীতে গ্রাম আদালত ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে দেশের সব ইউনিয়নে গ্রাম আদালত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

এসময় গ্রাম আদালত কার্যক্রমের বাস্তবতা পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আহ্বান জানান তাজুল ইসলাম।

তাজুল ইসলাম আরও বলেন, সমাজে অনেক ধরনের বাধা আছে, এগুলোর সমাধান করতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের কিছু ঘাটতি আছে, জনবল সংকট আছে। স্বল্প সময়ের মধ্যে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব নয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জিসহ দেশের ১২৮টি উপজেলা নির্বাহী কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদে নির্বাচন  
রাত পোহালেই ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ
বগুড়ার ৩ উপজেলার ২২২ ভোট কেন্দ্রের ৮৬টি ঝুঁকিপূর্ণ
X
Fresh