• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাবির হল খুলবে ১৩ মার্চ, উঠতে পারবে শুধু পরীক্ষার্থীরা

আরটিভি নিউজ

  ৩১ জানুয়ারি ২০২১, ১৮:০৯
DU will open on March 13, if only the examinees can get up
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। করোনা মহামারির মধ্যে আগামী ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় খোলা হবে। তবে ক্যাম্পাস খুললেও পরীক্ষার্থীরাই শুধু হলে উঠতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিল বৈঠকে আজ রোববার (৩১ জানুয়ারি) বিকেলে এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, শুধু স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের হল খোলা হবে। তবে এ সময় অন্য কোনো বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে না।

বৈঠক সূত্রে জানা গেছে, সভায় আবাসিক হল খোলার দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা, আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তাদের তালিকা প্রস্তুত এবং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পূর্ণ দিবস অফিস করার সিদ্ধান্ত হয়। তবে যে যে বিভাগ ইতোমধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে তাদের পরীক্ষা নিতে কোনো বাধা নেই।

এছাড়াও হল খোলার পর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও তারিখ ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোর অঞ্চলে তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি
আগুন নেভাতে টোল ছাড়া এক্সপ্রেসওয়েতে উঠতে পারেনি ফায়ার সার্ভিস
তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রিতে, হতে পারে ঘূর্ণিঝড়
শ্রীলঙ্কার রান পাহাড়ে উঠতে বিশ্বরেকর্ড গড়তে হবে টাইগারদের
X
Fresh