• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

ডিএনসিসির উচ্ছেদ অভিযানে ধাওয়া-পাল্টা ধাওয়া

আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২১, ১৩:৫৪
ডিএনসিসির উচ্ছেদ অভিযানে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর মিরপুর এলাকার সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিল একটি মহল। সেই অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তবে উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এনিয়ে স্থানীয়দের সঙ্গে ডিএনসিসি ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই সড়কে একটি স্থাপনা ভাঙতে গেলে স্থানীয়রা ডিএনসিসির কর্মকর্তা ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। কিছুক্ষণ পর কয়েকশ পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা এগিয়ে এলে তারা পিছু হটেন। পরে ১২টার দিকে ফের উচ্ছেদ অভিযান শুরু হয়।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, যত বাধাই আসুক এসব অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট 
গাজীপুরে দিনভর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
টিকাদানের সক্ষমতা আরও বাড়াবে ডিএনসিসি : মেয়র আতিক 
‘চিফ হিট অফিসার ডিএনসিসির কেউ নন’
X
Fresh