logo
  • ঢাকা মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, ৫ মাঘ ১৪২৭

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

Coronavirus test
করোনাভাইরাস পরীক্ষা
সারাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত একদিনে ২৮ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৪৭ জন। 

শনিবার (২১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রমণ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল (শুক্রবার) করোনায় ১৭ জনের মৃত্যু হয় এবং শনাক্ত হয়েছিল ২ হাজার ২৭৫ জন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১৭টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৪৫৮টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৬৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়ালো ২৬ লাখ ৩৫ হাজার ২০২টি।

দেশে মোট মৃত রোগীদের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৩৫০ জন। এখন পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ৮৮১ (৭৬ দশমিক ৮৭ শতাংশ) ও নারী এক হাজার ৪৬৯ জন (২৩ দশমিক শূন্য ১৩ শতাংশ)।

মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯২১ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো তিন লাখ ৬০ হাজার ৩৫২ জন। 

জিএ

RTV Drama
RTVPLUS