logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০, ১১ অগ্রহায়ণ ১৪২৭

ঢাকায় বন্ধুর বাসায় বেড়াতে এসে যুবক খুন

Symbolic image
প্রতীকী ছবি
রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের রাস্তার পাশ থেকে তুর্কি মুন্না (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সে নড়াইলের গ্রামের বাড়ী থেকে ঢাকার মিরপুর বন্ধুর বাসায় বেড়াতে এসেছিলো বলে জানা গেছে।

বুধবার (১৮ নভেম্বর)  ভোর সাড়ে ৫ টার দিকে শাহআলী থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান আরটিভি নিউজকে জানান, তুর্কি মুন্নার গ্রামের বাড়ি নড়াইল সদর উপজেলায়। সে গ্রামে পড়াশোনা করে। গতকাল মঙ্গলবার সে গ্রাম থেকে ঢাকায় মিরপুর ১ নম্বর সেকশনে, নিউ সি ব্লক ডেসকো অফিসের পাশে তার বন্ধু রহমতে বাসায় আসে। এছাড়া ঢাকায় তার আর কোনো স্বজন থাকে না। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে ডেসকো অফিসের পাশের রাস্তায় থেকে মুন্নার মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরের ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। 

কেএফ/জিএ

RTVPLUS