• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বে বায়ু দূষণে বছরে ৫ লাখ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২০, ২১:৩২
Air Pollution,
ছবি: সংগৃহীত

বায়ু দূষণে গত বছর বিশ্বে প্রায় পাঁচ লাখ শিশুর অকাল মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই উন্নয়নশীল দেশের। জন্মের পর প্রথম মাসেই এসব শিশুর মৃত্যু হয়। স্টেট অব গ্লোবাল এয়ার - ২০২০ শীর্ষক প্রতিবেদনের খবর প্রকাশ করেছে দ্যা গার্ডিয়ান।

বায়ুবাহিত দূষণ উপাদান শুধু জন্মের পরই নয়, বরং মাতৃগর্ভে থাকা অবস্থায়ও শিশুর জন্য ক্ষতিকর। এই দূষণের কারণে অকালমৃত্যু ঘটায় বা জন্মের পর শিশুর ওজন কম হয়।

পাঁচ লাখ শিশুর দুই- তৃতীয়াংশের মৃত্যু বাসগৃহে বায়ু দূষণের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে চারকল, কাঠ ও গোবর দিয়ে রান্নার সময় নির্গত ধোঁয়া থেকে এই দূষণের সৃষ্টি।

যদিও এর আগে বিশেষজ্ঞরা বৃদ্ধ ও দুর্বল স্বাস্থ্যের মানুষদের ওপর দূষিত বায়ুর প্রভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এবারই প্রথম মাতৃগর্ভে থাকা শিশুর ওপর বায়ু দূষণের প্রভাব নিয়ে সতর্ক বার্তা দেওয়া হলো।

গবেষণায় উল্লেখ করা হয়, বায়ু দূষণ এখন বিশ্বব্যাপী সর্বোচ্চ মৃত্যুর চতুর্থ কারণ। গেলো এক দশকে বায়ু দূষণ রোধে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলেও জানানো হয় প্রতিবেদনে।

এমএস/এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আবু তাহের
'ভারতের আইনশৃঙ্খলার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে'
সৌম্যর কনকাশন বিশ্বাস হচ্ছে না লঙ্কানদের
গাইবান্ধায় মরদেহ নিয়ে থানা ঘেরাও
X
Fresh