• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অনলাইনে ৩৬ টাকা কেজিতে পেঁয়াজ কেনার সুযোগ দিচ্ছে টিসিবি

আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৯
onion
পেঁয়াজ

এখন থেকে ঘরে বসে অনলাইনে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজ কেনা যাবে। প্রতি কেজি পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে অনলাইনে সাশ্রয়ী মূল্যে টিসিবি'র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তবে পেঁয়াজ কেনার শর্ত হলো একজন গ্রাহক একবারে তিন কেজি পেঁয়াজ কিনতে পারবেন। আর একবারে সরবরাহ বা ডেলিভারি চার্জ বাবদ সর্বোচ্চ ৩০ টাকা নিতে পারবে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো।

কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, অনেকেই সামাজিক কারণ ও সময়ের অভাবে রাস্তায় লাইনে দাঁড়িয়ে টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে পারেন না। বর্তমানে টিসিবির ট্রাক সংখ্যা সীমিত। তাই ই-কমার্স প্রতিষ্ঠানকে যুক্ত করে অনলাইনে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের সমস্যা আছে এবং সে সমস্যা সমাধানের সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছি। সাধারণ মানুষের কাছে একটা বার্তা পৌঁছানো দরকার, যারা যতটুকু প্রয়োজন ততটুকু কিনলে কোনো সমস্যা হবে না।

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন জেলায় ভারতীয় পেঁয়াজ বিক্রি শুরু মঙ্গলবার
সিরাজগঞ্জে খালাস হচ্ছে ভারত থেকে আসা টিসিবির পেঁয়াজ
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
আরও কমেছে পেঁয়াজের দাম, বেড়েছে ডিমের
X
Fresh