• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

প্রায় ৫ মাস বন্ধের পর কাউন্টারে মিলছে ট্রেনের টিকিট

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২০, ১১:৫১
Train tickets are available at the counter after being closed for about 5 months
কাউন্টারে মিলছে ট্রেনের টিকিট ।। ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ রোধে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে প্রায় সাড়ে পাঁচমাস বন্ধ থাকার পর কাউন্টার থেকে রেলের টিকিট বিক্রি শুরু হয়েছে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে আবারও কমিউটার-মেইল-লোকাল ট্রেনের পাশাপাশি আন্তঃনগর ট্রেনের টিকিটও কাউন্টারে পাওয়া যাচ্ছে।

করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে রেল স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।

এখন করোনা রোধে ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ মোট আসন সংখ্যার ২৫ শতাংশ স্টেশনের কাউন্টারে বিক্রি করা হচ্ছে। বাকি ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করছে রেল।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর পর্যায়ক্রমে সব ট্রেন চালু হচ্ছে। এর ধারাবাহিকতায় কাউন্টারে টিকিট বিক্রিও শুরু হয়েছে। আজ থেকে আন্তঃনগর ট্রেনের ২৫ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারগুলোতে দেয়া হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি, সেই হলে যাচ্ছেন আদর-পূজা
রেলস্টেশনে বসেছে ভেন্ডিং মেশিন, যাত্রীরাই কাটবে নিজের টিকিট
১৬০০ মিটার দৌড়ে যেমন করলেন টাইগাররা
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
X
Fresh