• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

একাদশের ভর্তি কার্যক্রম আরও দুই দিন বাড়ানো হলো

আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২০, ১৬:০০
Admission Eleventh Education
ভর্তি কার্যক্রম

একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম আরও দুই দিন বাড়ানো হয়েছে। ১৫ তারিখে শেষ হওয়ার কথা থাকলেও ১৭ তারিখ শেষ হবে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম।

এছাড়া চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে শিথিল করা হয়েছে কিছু নিয়মকানুন। আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চূড়ান্ত ভর্তিতে আপাদত একাডেমিক প্রশংসাপত্র জমা দিতে হবে না। পরবর্তীতে সুবিধামতো সময়ে এইসব কাগজপত্র জমা দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোটা পাওয়া শিক্ষার্থীদের অবশ্যই উপযুক্ত প্রমাণসহ সনদ দাখিল করে ভর্তি হতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোনও প্রকার প্রামাণ্যপত্র জমা নেওয়ার প্রয়োজন নেই। একই কারণে পূর্ব নির্ধারিত ভর্তির সময়সীমা ১৩, ১৪ এবং ১৫ সেপ্টেম্বর থেকে বৃদ্ধি করে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হলো।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান মো. জিয়াউল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারামারি পর সুবিধামতো সময়ে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। তবে কোটা পাওয়া শিক্ষার্থীদের অবশ্যই কোটাপ্রাপ্তির উপযুক্ত প্রমাণ সনদ দাখিল করে ভর্তি হতে হবে।

প্রসঙ্গত, একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে কলেজে ভর্তির জন্য ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। দ্বিতীয় ধাপের আবেদন ও প্রথম ধাপের মাইগ্রেশনের পর আরও দুই লাখ ৪০ হাজার ৬৫৭ জন শিক্ষার্থীকে ভর্তির মনোনয়ন দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: দুই হাজার মুক্তিযোদ্ধার সন্তান ভারত-বাংলাদেশ মৈত্রী বৃত্তি পাবে

জেবি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুম্বাইয়ের মাঠে কেমন হবে মোস্তাফিজদের একাদশ
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ব্যাটিংয়ে চেন্নাই, একাদশে মোস্তাফিজ
আইপিএলের দ্বিতীয় ম্যাচে কেমন হবে মোস্তাফিজদের একাদশ
X
Fresh