logo
  • ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫ আশ্বিন ১৪২৭

করোনা আর বানের পানিতে ভেসে গেছে ঈদ আনন্দ (ভিডিও)

  আরটিভি নিউজ

|  ০৩ আগস্ট ২০২০, ২২:৩২ | আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২২:৫৩
বন্যা আর করোনায় ঈদ আনন্দের ছোয়া লাগেনি রাজধানীর পানিবন্দি মানুষের জীবনে। প্রায় এক মাস ধরে বন্যার পানি থাকায় তাদের দুর্ভোগ চরমে উঠেছে। সুপেয় পানি আর খাবার সঙ্কটের সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। বাড্ডার বেরাইদসহ আশপাশের এলাকার বাসিন্দারা জন প্রতিধিদের পাশে না পাওয়ায় ক্ষোভ জানান। 

’৯৮ এর পর এমন বন্যা আর দেখেনি রাজধানীবাসী। প্রায় মাসখানেক ধরে পানি থাকায় জীবন ধারণই যখন কঠিন তখন ঈদ উদযাপন নিয়ে ভাবার সময় হয়নি কারও। বানের পানিতে ভেসে গেছে শিশুদের ঈদ আনন্দ। পাঁচ বছরের সাকিবের মতো অনেক শিশুই গায়ে জড়াতে পারেনি নতুন জামা।

১৬ বছর পর পানি ঢুকেছে সিটি করপোরেশনের বেড়াইদ, রাতারগুল, গোড়ান, বনশ্রী, বাসাবো আফতাবনগরের নিচু এলাকায়। দুই হাজার পরিবারের বসবাস বাড্ডার ফকিরখালী এলাকায় গিয়ে দেখা যায় পানিতে তলিয়েছে বেশির ভাগ ঘরবাড়ি। এমন দুর্যোগে ঈদের সময়ও জনপ্রতিধিদের দেখা না পাওয়ায় ক্ষোভ জানান অনেকেই। 
  
রাজধানীর পূর্বাংশে শহর রক্ষা বাঁধ না থাকায় যেমন বানের পানি ঢুকছে, তেমনি অপরিকল্পিত নগরায়নের কারণে পানি নামতেও সময় লাগছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এসএস

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৬০৫৫৫ ২৭২০৭৩ ৫১৯৩
বিশ্ব ৩,৩৩,৪২,৯৬৫ ২,৪৬,৫৬,১৫৩ ১০,০২,৯৮৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়