• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফি উন্মোচন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ সেপ্টেম্বর ২০১৮, ২১:০২

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন হলো বঙ্গবন্ধু গোল্ড কাপের ট্রফি। আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনা হয় ৫ম আসরের ট্রফিটি।

ছয় দলের অধিনায়কদের উপস্থিতিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্পী মমতাজ বেগমের গাওয়া থিম সং এর মাধ্যমে বাড়তি মাত্রা যোগ হয় অনুষ্ঠানে।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদি ও কে-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম।

ছয় দলের অংশগ্রহণে আগামী ১ অক্টোবর সিলেটে শুরু হবে এবারের আসর। এখানে গ্রুপ পর্বের ম্যাচ শেষে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজারে।

গ্রুপ পর্বে ‘এ’ গ্রুপে আছে নেপাল, ফিলিস্তিন ও তাজিকিস্তান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে লাওস ও ফিলিপাইন।

১২ অক্টোবর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

গ্রুপ পর্বের সূচি

১ অক্টোবর : বাংলাদেশ-লাওস (৬.৩০ মি.)

২ অক্টোবর : নেপাল-তাজিকিস্তান (৬.৩০ মি.)

৩ অক্টোবর : লাওস-ফিলিপাইন (৬.৩০ মি.)

৪ অক্টোবর : তাজিকিস্তান-ফিলিস্তিন (৬.৩০ মি.)

৫ অক্টোবর : বাংলাদেশ-ফিলিপাইন (৬.৩০ মি.)

৬ অক্টোবর : ফিলিস্তিন-নেপাল (৬.৩০ মি.)

আরও পড়ুন :

আরএম/পি

মন্তব্য করুন

daraz
  • ফুটবল এর পাঠক প্রিয়
X
Fresh