• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মরুর দেশে পাক-ভারত মহারণ আজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৭

বিশ্ব ফুটবলে যেমন আর্জেন্টিনা-ব্রাজিল কিংবা ক্লাব ফুটবলে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ তেমনি বিশ্ব ক্রিকেটে ভারত-পাকিস্তান। এই দুই দলের মহারণ দেখার জন্য সারা বছর অপেক্ষায় থাকে গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে দুই বোর্ডের ইচ্ছা সত্ত্বেও এর প্রতিফলন ঘটে না। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে এশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে আজ হবে সেই মহারণ। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে মাছরাঙা টেলিভিশন, স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

দ্বিপাক্ষিক কোনও সিরিজ না খেলায় দীর্ঘদিন পর পর দেখা মেলে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। আইসিসির বড় কোনও টুর্নামেন্ট ও এশিয়া কাপ ছাড়া সচরাচর এদের দেখা যায় না। রাজনৈতিক বিরোধের যাতাকলে পড়ে এ দু’দলের দ্বৈরথ থেকে বঞ্চিত ক্রিকেট বিশ্ব। যার কারণে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা।

-------------------------------------------------------
আরও পড়ুন : মেসির হ্যাটট্রিকে বার্সেলোনার উড়ন্ত সূচনা
-------------------------------------------------------

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বেশ ফুরফুরেই আছে পাকিস্তান শিবির। অন্যদিকে গতরাতে হংকংকে ২৬ রানের পরাজিত করলেও পরাজয়ের শঙ্কায় ছিল ভারত। শেষ পর্যন্ত হংকং অভিজ্ঞতার কাছে পরাজিত হয়। পাকিস্তানিদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ভারতীয় দলে অনুপস্থিত নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তাছাড়া সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারানোর স্মৃতি তো জ্বলজ্বল করছেই।

দুবাইয়ের মাঠে ভারতের চেয়ে অনেক এগিয়ে পাকিস্তান। কারণ পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর জঙ্গি হামলার পর দুবাইতে পাকিস্তান হোম ভেন্যু হিসেবে খেলে থাকে। এছাড়াও বর্তমান পারফর্মে বেশ দারুণ অবস্থানে আছে সরফরাজ আহমেদের দল।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরে এশিয়া কাপে আসে ভারত। তারপর গতরাতে তো পরাজয়ের আশঙ্কাই জেগেছিল। সবমিলিয়ে পাকিস্তানের চেয়ে বেশ কিছু দিক দিয়ে পিছিয়ে আছে ভারত। তবে প্রতিপক্ষ পাকিস্তান বলে কথা। উভয় দলই ম্যাচটিতে জয় চাইবে। কারণ এ লড়াই দুটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকে না।

এদিকে পরিসংখ্যান হিসেব করলে এশিয়া কাপে ১১ ম্যাচে পাঁচটি করে জয় আছে দুই দেশের। তবে আন্তর্জাতিক ওয়ানডেতে অনেক এগিয়ে পাকিস্তান। ১২৯ ম্যাচে ৭৩ বার জিতেছে তারা। অন্যদিকে ভারতের জয় ৫২টি।

দুবাইয়ের উত্তপ্ত গরমেও আগ্রহের কমতি নেই এই ম্যাচকে ঘিরে। টিকিট বিক্রির এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় ম্যাচের সব টিকিট। শেষ পর্যন্ত ২২ গজের এই দ্বৈরথে কে জিতে তা দেখতে অপেক্ষা করতে হবে খেলার শেষ পর্যন্ত।

আরও পড়ুন :

এএ/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
X
Fresh