• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আফগানদের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

আরটিভি অনলাইন রির্পোট

  ২০ মে ২০১৮, ১২:৩৭

ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচ সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে আগেই। প্রথমবারের মতো দল দুটির মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ হবে। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩, ৫ ও ৭ জুন হবে ম্যাচ তিনটি।

সিরিজের সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। যুদ্ধ বিধ্বস্ত দেশ হওয়ায় নিরাপত্তার কারণে ভারতেই হোম ভেন্যু বানিয়ে খেলে আসছেন আফগানরা।

ছোট ফরম্যাটের এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়ক করা হয়েছে। তার ডেপুটি হিসেবে থাকছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।

গেলো মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে অংশ নেয়া বেশিরভাগ ক্রিকেটারের ওপরই ভরসা করেছে বোর্ড। নতুন দলে বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস, উইকেট রক্ষক কাজী নুরুল হাসান সোহান ও পেসার তাসকিন রহমান। দলের সঙ্গে যোগ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

স্ট্যান্ডবাই রাখা হয়েছে কাজী নুরুল হাসান সোহান, নাঈম হাসান এবং আবুল হাসান রাজুকে। আগামী ২৯ মে দেরাদুনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে একবারই দেখা হয়েছিল টাইগারদের । ২০১৪ বিশ্বকাপে সেই ম্যাচ জিতেছিল টাইগাররা। তবে সংক্ষিপ্ততম সংস্করণের র‍্যাংকিংয়ে সাকিব আল হাসানের দলের চেয়ে দুই ধাপ এগিয়ে আছে আফগান শিবির।

বাংলাদেশ স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু এবং মেহেদী হাসান মিরাজ।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
X
Fresh