• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আফগানদের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

আরটিভি অনলাইন রির্পোট

  ২০ মে ২০১৮, ১২:৩৭

ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচ সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে আগেই। প্রথমবারের মতো দল দুটির মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ হবে। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩, ৫ ও ৭ জুন হবে ম্যাচ তিনটি।

সিরিজের সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। যুদ্ধ বিধ্বস্ত দেশ হওয়ায় নিরাপত্তার কারণে ভারতেই হোম ভেন্যু বানিয়ে খেলে আসছেন আফগানরা।

ছোট ফরম্যাটের এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়ক করা হয়েছে। তার ডেপুটি হিসেবে থাকছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।

গেলো মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে অংশ নেয়া বেশিরভাগ ক্রিকেটারের ওপরই ভরসা করেছে বোর্ড। নতুন দলে বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস, উইকেট রক্ষক কাজী নুরুল হাসান সোহান ও পেসার তাসকিন রহমান। দলের সঙ্গে যোগ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।