• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ইব্রাহিমোভিচকে বাদ দিয়ে সুইডেনের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

  ১৭ মে ২০১৮, ১০:৪৯

ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা, জুভেন্টাস, এসি মিলান, ইন্টার মিলান, প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মতো ফুটবল বিশ্বের জনপ্রিয় দলগুলোর হয়ে মাঠ মাতিয়েছেন। ২০১৬ সালে সুইডেন জাতীয় দল থেকে অবসরের আগ পর্যন্ত ১১৬ ম্যাচে ৬২ গোল করেছেন।

বর্তমানে মেজর সকার লিগে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে ঘরোয়া ফুটবল খেলছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসরের ঘোষণা দিলেও বেশ কয়েকদিন ধরে বেশ জোর গলায় বলছিলেন হলুদ-নীল জার্সিতে ফেরার কথা। আত্মবিশ্বাস দেখে অনেকেই ভেবে নিয়েছিলেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে শেষবারের মতো বিশ্ব সেরার মঞ্চে দেখা যেতে পারে।

সুইডেনের ভক্ত-সমর্থকদের মনে কিছুটা হলেও আশা ছিল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ মিশনে জাতীয় দলের প্রিয় মুখকে হয়ত দেখা যেতে পারে। কিন্তু কোনো ধরনের বিস্ময় ছাড়াই সুইডিশ কোচ জেন এন্ডারসন বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে স্বাভাবিকভাবেই জায়গা হয়নি এতদিন পর্যন্ত দলের সবচেয়ে সফলতম তারকা ইব্রার।

--------------------------------------------------------
আরও পড়ুন : ছোট পর্দায় আজকের খেলা
--------------------------------------------------------

গেলো নভেম্বরে বিশ্বকাপের প্লে-অফ ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে দেয় সুইডিশরা। ইউরোপের অন্যতম দল হিসেবে বিশ্বকাপের মূল মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করে।

সুইডেন স্কোয়াড

গোলরক্ষক

রবিন ওলসেন, ক্রিস্টোফার নোর্ডফেল্ড, কার্ল ইয়োজান জনসন।

ডিফেন্ডার

আন্দ্রেস গ্রানকিভিস্ট, ভিক্টর নিলসন লিন্ডেলফ, মাইকেল লাস্টিং, লুডউইগ আগাসটিনসন, পনটাস জানসন, এমিল ক্রাফথ, ফিলিপ হেলান্ডার, মার্টিন ওলসন।

মিডফিল্ডার

সেবাস্টিন লারসন, গুস্তাভ সেভেনসন, আলবিন একডাল, এমিল ফোর্সবার্গ, ভিক্টর ক্লায়েসন, জিমি ডারমাজ, মার্কোস রোহডেন, ওস্কার হিলজেমার্ক।

ফরোয়ার্ড

মার্কোস বার্গ, জন গুইডেট্টি, ইসান কিয়েস-থেলিন, ওলা টোইভোনেন।

আরও পড়ুন :

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh