• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

দক্ষিণ আফ্রিকায় ধবল-ধোলাই নারী দল

স্পোর্টস ডেস্ক

  ১৪ মে ২০১৮, ২০:২১

সিরিজের ৫ম ও শেষ ম্যাচে এসে সিরিজে দ্বিতীয়বার ১০০ রানের দেখা পেলো বাংলাদেশ নারী দল। প্রথম চার ম্যাচ হেরে আগেই কফিনে ঢুকে যাওয়া বাংলাদেশকে শেষ ম্যাচে এসে পেরেক ঠুকে দিলো দক্ষিন আফ্রিকান নারী দল।

সিরিজের শুরুতে প্রস্তুতি ম্যাচে দূর্দান্ত এক জয় দিয়ে শুরু করেছিল ফারজানা-রুমানারা। কিন্তু মূল সিরিজে গিয়ে নিজেদের এমনভাবে হারিয়ে ফেললো আর ফিরেই পেলোনা। টানা চার ম্যাচেই হার। সেটিও আবার প্রথম ম্যাচ ছাড়া পরের তিন ম্যাচে ১০০ রানের নিচে অলআউট হয়েছে তারা।

প্রথম ম্যাচে ১৬৪ রান, পরের তিন ম্যাচে ৯০, ৭১ আর ৭৬ রান। ৫ম ও শেষ ম্যাচে ১৬৬ রান। শুধুই কি ব্যাটিং ব্যর্থতা? একই দশা বোলিংয়েও।

আজ সোমবার সকালে সিরিজের শেষ ম্যাচে ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকা টস জিতে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশকে।

--------------------------------------------------------
আরও পড়ুন : অজিদের নির্বাচক পদে থাকছেন না মার্ক ওয়াহ
--------------------------------------------------------

ইনিংসের দ্বিতীয় ওভারে শারমিন সুলতানার উইকেট আবারো জানান দিচ্ছিলো আগের তিন ম্যাচের আভাস। এরপর আবারও দুই উইকেটের পতন। মুর্শিদা খাতুন ৫ আর ফারজানা হক শুন্য রানে ফিরে গেলে অধিনায়ক রুমানাকে সাথে নিয়ে আরেক ওপেনার শামিমা সুলতানা তুলে নেন অর্ধশত রান।

শামিমার ব্যাটে আসে ১২২ বলে ৫৩ রান। শামিমার পর অর্ধশত রান করেন রুমানাও। তার ব্যাটে আসে ১১৭ বলে ৭৪ রান। এই দুইজন প্যাভিলিয়নে ফিরলে আর কেউই দাঁড়াতে পারেনি উইকেটে এসে।

শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে সিরিজের সর্বোচ্চ ১৬৬ রান তুলে নারী দল।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন শাবনিম ইসমাইল।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আফ্রিকান ব্যাটসম্যানরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে বাংলাদেশের বোলারদের।

লিজলে লির ৪৪, লাউরা ওউলভার্ডট এর ৭০ আর ডেন নেকরেকের ২৯ রানে ভর করে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৫ ওভারেই জন্য তুলে নেয় দক্ষিণ আফ্রিকানরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পান খাদিজাতুল কুবরা। বাকি ১ উইকেট যায় রুমানা আহমেদের ঝুলিতে।

আরও পড়ুন :

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সকে মূল্যায়ন করতে বিসিবির নতুন উদ্যোগ
আইসিসি থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেলেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার
শুরু হতে যাচ্ছে টেক্সটাইল মার্চেন্ডাইজারদের ক্রিকেট টুর্নামেন্ট
আইপিএলের প্লে-অফে থাকছেন না ইংলিশ ক্রিকেটাররা
X
Fresh