• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

প্রিয় ফুটবলার নিয়ে মুখ খুললেন সালাহ

স্পোর্টস ডেস্ক

  ১৩ মে ২০১৮, ১৫:১৩

বর্তমান বিশ্বের সেরা ফুটবলার কে? লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? এনিয়ে ভিন্ন মত রয়েছে বিশ্বের ভিন্ন প্রান্তে। আছে ভিন্ন যুক্তি। গত দশকে বিশ্ব ফুটবলকে রাজত্ব করা দুই তারকার পাশাপাশি চলতি মৌসুমে আবির্ভাব ঘটেছে তৃতীয় শক্তির। আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের খেতাবপ্রাপ্ত মোহাম্মদ সালাহ। যিনি বর্তমানে লিভারপুলের হয়ে মাঠ মাতাচ্ছেন।

মিশরের এই ফরোয়ার্ড ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে ঝড় তুলেছেন। মৌসুমে ৩১টি গোল দিয়ে পৌঁছেছেন গোল্ডেন সু’খেতাবের সন্নিকটে।

নিজের অসাধারণ নৈপুণ্যে ১১ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিয়ে গেছেন অলরেডদের। সবরকম প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের হয়ে ৫০ ম্যাচে ৪৩ গোল করে রয়েছেন ব্যালন ডি’অর জয়ের দৌড়েও। অন্যদিকে মিশরকে একাই টেনে নিয়েছেন বিশ্বকাপের মূল মঞ্চে।
--------------------------------------------------------
আরও পড়ুন : ডুমিনির বদলে মুস্তাফিজ?
--------------------------------------------------------

জিতে নিয়েছেন প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশন (পিএফএ) অ্যাওয়ার্ড। সবশেষ ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনে (এফডব্লিউএ) অ্যাওয়ার্ডও নিজের ঝুলিতে নিয়েছেন।