• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

বিশাল ব্যবধানে কলকাতাকে হারালো মুম্বাই

স্পোর্টস ডেস্ক

  ১০ মে ২০১৮, ০৮:৫৩

রূপকথার গল্পই যেনো শুনিয়ে যাচ্ছে মুম্বাই। আর এ গল্পের স্বাক্ষী হচ্ছে বিপক্ষ দলগুলো। পয়েন্ট টেবিলের নিচ থেকে কিভাবে উপরে আসতে হয় তা সকলকে চোখে ধরে দেখিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ানস।

প্লে-অফে খেলতে হলে বাকি থাকা সবকটি ম্যাচই জিততে হবে পাশাপাশি বাকি দলের পরাজয় কামনা করতে হবে। এমন সমীকরণকে সামনে রেখেই টানা তিন ম্যাচ জিতে প্লে-অফে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছে তারা। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রান রেটের ভিত্তিতে চার নম্বরে ওঠে এলো বর্তমান চ্যাম্পিয়নরা। এতে করে কপাল পুড়লো কলকাতারই।

বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ানস। ইশান কিষানের ঝড়ো ফিফটির বদৌলতে রানের পাহাড়ে চড়ে মুম্বাই। ইশান ১৭ বলে ফিফটি পূর্ণ করেন যা যৌথভাবে মুম্বাইয়ের হয়ে দ্রুততম। তিনি ২১ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৬২ রান করেন। শেষদিকে বেন কাটিংয়ের ৯ বলে ২৪ রানের ইনিংসে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১০ রান করে মুম্বাই। সর্বোচ্চ ৩ উইকেট নেন কলকাতার পিযুষ চাওলা। ম্যাচ সেরার পুরস্কার পান ইশান।

--------------------------------------------------------
আরও পড়ুন : বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের সূচি প্রকাশ করলো আফগানিস্তান
--------------------------------------------------------

জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে কেকেআর। তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। উইকেট পতনের ধারা অব্যাহত রেখে ৬৭ রানে ৫ উইকেট হারায় দলটি। দলীয় সর্বোচ্চ ২১ রান করেন ক্রিস লিন ও নিতিশ রানা। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে মাত্র ১০৮ রানে অল আউট হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স।

মুম্বাইয়ের পক্ষে পান্ডিয়া ব্রাদার্স হার্দিক ও ক্রুনাল ২টি করে উইকেট পান।

মুম্বাই এদিনও একাদশে কোনও পরিবর্তন আনেনি। যদিও ম্যাচের আগে শোনা যাচ্ছিলো বেন কাটিং কিংবা জেপি ডুমিনির স্থলে আজ জায়গা পেতে পারেন মুস্তাফিজ।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরের মাঠে গুজরাটকে অল্পতেই থামালো বেঙ্গালুরু
‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে যা বললেন স্টার্ক
মুম্বাইকে হারিয়ে প্লে-অফের পথে আরেক ধাপ এগোলো কলকাতা
‘হার্দিকের বিকল্প নেই’
X
Fresh