• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

পাঞ্জাবকে একাই জেতালেন রাহুল

স্পোর্টস ডেস্ক

  ০৭ মে ২০১৮, ১২:১১

রাজস্থান রয়্যালসকে ১৫২ রানে আটকে রেখে ৮ বল বাকী থাকতে ম্যাচ বের করে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচ জিতে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে চলে গেলো রবিচন্দ্রন অশ্বিনের দল। এদিকে রাজস্থান রয়্যালস ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শেষেই থাকল। পাঞ্জাবের হয়ে ৫৪ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেললেন কেএল রাহুল। ৮ বল বাকী থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতল প্রিতী জিনতার দল।

রান তাড়া করতে নেমে পাঞ্জাবের হয়ে ওপেন করতে নামেন বিধ্বংসী জুটি ক্রিস গেইল ও কেএল রাহুল। তবে এদিন গেইল ৮ রানে ফিরে যান তাড়াতাড়ি। বেন স্টোকসের বলে ২ রানে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরে যান ময়াঙ্ক আগরওয়ালও। করুণ নায়ারকে নিয়ে জুটি বাঁধেন রাহুল। করুণ ২৩ বলে ৩১ রান করে অনুরীত সিংয়ের বলে বোল্ড হন।

--------------------------------------------------------
আরও পড়ুন : চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে ইনজুরিতে রোনালদো
--------------------------------------------------------

এরপরে অক্ষর প্যাটেল (৪) তাড়াতাড়ি ফিরে যান। এই সময়ে ম্যাচ থেকে কিছুটা দূরে সরে গিয়েছিল পাঞ্জাব। শেষদিকে ৪ ওভারে করতে হতো ৪৩ রান। এই অবস্থা থেকে ব্যাটিংয়ে গিয়ার বদলে ফেলেন রাহুল। জোফ্রা আর্চারের বলে ১৭তম ওভারে তুলে নেন ১৬ রান। ১৮ তম ওভারে উনাদকাটের বলে নেন ১৫ রান। ব্যস, ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসে পঞ্জাব।

শেষ ২ ওভারে করতে হতো ১২ রান। রাহুল ৮ বল বাকী থাকতে চার মেরে ম্যাচ জিতিয়ে দেন। নিজে অপরাজিত থাকেন ৫৪ বলে ৮৪ রান করে।

এদিনের জয়ের ফলে পাঞ্জাব ৯ ম্যাচে ৬টি জিতে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চলে গেল। চার নম্বরে নেমে গেল কলকাতা নাইট রাইডার্স। লিগের প্রথম দুটি দল সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস।

সংক্ষিপ্ত স্কোর:

রাজস্থান রয়্যালস: ১৫২/৯ (২০)

কিংস ইলেভেন পাঞ্জাব: ১৫৪/৪ (১৮.৪)

ফল: পাঞ্জাব ৬ উইকেটে জয়ী

আরও পড়ুন :

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেন্নাইয়ের হয়ে শেষটা রাঙানো হলো না মোস্তাফিজের
আইপিএলের প্লে-অফে থাকছেন না ইংলিশ ক্রিকেটাররা
পার্পল ক্যাপ পরেই দেশে ফিরতে চান মোস্তাফিজ!
ঘরের মাঠে দিল্লিকে অল্পতেই আটকে দিলো কলকাতা
X
Fresh