• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারবে মুস্তাফিজরা?

স্পোর্টস ডেস্ক

  ১৭ এপ্রিল ২০১৮, ১৩:৩৫

সম্মুখ সমরে মুম্বাই ইন্ডিয়ানস বনাম র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। তিনটি ম্যাচ খেলে তিনটিতে হারতে হয়েছে মুস্তাফিজুর রহমানের মুম্বাইকে। এদিকে ব্যাঙ্গালুরুও এবারের আইপিএল ভালো শুরু করেনি। কষ্টার্জিত জয় এসেছে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। এই অবস্থায় টুর্নামেন্টে টিকে থাকতে হলে দুই দলকেই জিততে হবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ঘরের মাঠ ওয়াংখেড়েতে ঘুরে দাঁড়াতে চায় রোহিত শর্মা নেতৃত্বাধীন দলটি।

সব শেষ তিন ম্যাচে বাংলাদেশের পেসার মুস্তাফিজ তুলে নিয়েছেন ৫ উইকেট। ১১.৫ ওভারে দ্য ফিজ খরচ করেছেন ৮৮ রান। ৭.৪১ ইকোনোমি রেটে ২৮টি ডট বল দিয়েছেন কাটার মাস্টার খ্যাত এই তারকা।

--------------------------------------------------------
আরও পড়ুন : ১২ বলে ছয় ছক্কা!
--------------------------------------------------------

শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে ২১৭ রান তোলে রাজস্থান। সেই রান তাড়া করতে নেমে ১৯৮ রানে থামে কোহলিদের ইনিংস। ১৯ রানে হারতে হয়েছে বিরাটদের। এদিকে মুম্বাইও তাদের ঘরের মাঠে শেষ ম্যাচ দিল্লির বিরুদ্ধে হেরেছে। ১৯৪ রান তুলেছিল মুম্বাই। তবে জেসন রয়ের অনবদ্য ব্যাটিংয়ে ম্যাচ পকেটে পুরে নেয় দিল্লি।

সবমিলিয়ে ব্যাটে-বলে শুরুটা ভালো হয়নি দুই দলেরই। বিরাট কোহলি নিজে রান পেলেও এখনও নিজেকে মেলে ধরতে পারেননি রোহিত শর্মা। নিজেকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে নামিয়ে এনেছেন। সেটাও রোহিতের রান না পাওয়ার কারণ হতে পারে।

যদিও দিল্লির বিরুদ্ধেও মিডল অর্ডারে তিনি ব্যাট করবেন। মিডল অর্ডারে কায়রন পোলার্ড ও দুই পান্ডিয়া ভাইরা জ্বলে উঠলে ঘরের মাঠে মুম্বই প্রথম জয় পেতেই পারে। এখন দেখার বিরাটের বেঙ্গালুরুকে থামাতে পারে কিনা রোহিতের মুম্বাই।

ব্যাঙ্গালুরু দল

বিরাট কোহলি, মঈন আলি, কোরি অ্যান্ডারসন, মুরুগান অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অনিকেত চৌধুরী, কলিন ডি গ্র্যান্ডহোম, কুইন্টন ডি কক, পবন দেশপাণ্ডে, এবি ডিভিলিয়ার্স, অনিরুদ্ধ যোশী, সরফরাজ খান, কুলবন্ত খেজরোলিয়া, ব্রেন্ডন ম্যাককালাম, মনদীপ সিং, মোহম্মদ সিরাজ, পবন নেগি, পার্থিব প্যাটেল, নবদীপ সাইনি, টিম সাউদি, মনন ভোহরা, ওয়াশিংটন সুন্দর, ক্রিস ওকস, উমেশ যাদব।

মুম্বাই দল

রোহিত শর্মা, মুস্তাফিজুর রহমান, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার, বেন কাটিং, অখিলা ধনঞ্জয়, জেপি ডুমিনি, ইশান কিষাণ, সিদ্ধেশ লাড, এভিন লিউয়িস, শরদ লাম্বা, মায়াঙ্ক মারকান্ডে, মিচেল ম্যাকক্লেনেঘন, মহসিন খান, এমডি নিধেশ, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কায়রন পোলার্ড, অনুকুল রায়, প্রদীপ সাঙ্গওয়ান, তাজিন্দর সিং, আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, সূর্যকুমার যাদব।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইডেনে রান উৎসব, রেকর্ডে ঠাসা ম্যাচে পাঞ্জাবের বিশ্বরেকর্ড
পাঞ্জাবকে রান বন্যায় ভাসালো কলকাতা
মোস্তাফিজের নতুন নাম দিলো চেন্নাই
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
X
Fresh