• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

মুম্বাইকে সমর্থন করুন: মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

  ০৭ এপ্রিল ২০১৮, ১৫:৩২

পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০১৮ এর। চলতি বছরে নতুন দলে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। গত দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। একাদশতম আসরে তার দল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। উদ্বোধনী ম্যাচে কাটার মাস্টারের দলের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।

মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতে আজ শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে এই ম্যাচটি।

এদিন নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দলের অন্যতম সেরা তারকা মুস্তাফিজের সাক্ষাৎকার প্রকাশ করেছে তিনবারের চ্যাম্পিয়নরা।

--------------------------------------------------------
আরও পড়ুন : আইপিএলে সাকিবের ম্যাচগুলো
--------------------------------------------------------

বোলিং রহস্য নিয়ে প্রশ্নের সম্মুখিন হতে হয় বাম-হাতি এই পেসারকে। এতে সোজা সাপটা জবাব দিয়েছেন তিনি। বললেন, ‘প্রথমে খুব কম মানুষই আমায় চিনত। তাই ব্যাটসম্যানদের পক্ষে আমার বল বোঝা কঠিন ছিল। এখন তো সবার কাছেই ভিডিও ফুটেজ আছে। সবাই জানে আমি কি করছি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে আমি তেমন পরিচিত ছিলাম না। এটাই আমার পক্ষে কাজ করেছে।'

এমআই পল্টনে সুযোগ পাবার অনুভূতি জানিয়ে ২২ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘সেদিন ম্যাচ (বাংলাদেশ-শ্রীলঙ্কা) থাকায় আমি নিলাম দেখতে পারিনি। পরে কোচ আমাকে বিষয়টি জানায়। অবশ্যই আমি খুব রোমাঞ্চিত ছিলাম, কারণ মুম্বাইয়ের মতো একটি দল আমাকে নিয়েছে।’

বাংলাদেশের ভক্তদের পাশাপাশি মুম্বাই শিবিরও ভীষণ পছন্দ করে মুস্তাফিজকে। তাদের প্রতি বার্তা কি হবে? এমন প্রশ্নে টাইগার পেসার বলেন, ‘মানুষ আমাকে ভালোবাসে, কারণ তারা দেখছে আমি প্রতিদিন কি করছি। আমি কঠোর পরিশ্রম করি এবং তাদের খুশি রাখতে চেষ্টা করি। আশা করি, তারা আমাকে আরও বেশি ভালোবাসবেন। এখন মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে খেলব। আমি চাইব তারা যেন একসঙ্গে দলকেও সমর্থন করেন। শুধু মুস্তাফিজুরকে নয়, পুরো দলকেই যেন তারা সমর্থন করেন। আমি এটাই আশা করি।’

এবারের আইপিএলের নিলামে মুস্তাফিজকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় মুম্বাই। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। মুস্তাফিজকে পাওয়ার লড়াইয়ে ছিল দিল্লি ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্স। ডাক শুরু করেছিল দিল্লি। শেষ পর্যন্ত তাকে পায় মুম্বাই। ২০১৬ আইপিএলে মুস্তাফিজকে ১ কোটি ৪০ লাখ রুপিতে নিয়েছিল সানরাইজার্স।

আরও পড়ুন :

ওয়াই/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরের মাঠে গুজরাটকে অল্পতেই থামালো বেঙ্গালুরু
‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে যা বললেন স্টার্ক
মুম্বাইকে হারিয়ে প্লে-অফের পথে আরেক ধাপ এগোলো কলকাতা
‘হার্দিকের বিকল্প নেই’
X
Fresh