• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দুই পেরেরার হাফসেঞ্চুরিতে লঙ্কানদের ফাইটিং স্কোর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মার্চ ২০১৮, ২১:১৩

প্রথম দিকের ধাক্কা সামলে কুশল পেরেরা ও থিসারা পেরেরা হাফসেঞ্চুরিতে ফাইটিং স্কোর দাঁড় করিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। এ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না উভয় দল। কারণ এ ম্যাচে হারলেই দর্শক হয়ে যেতে হবে। এমন পরিস্থিতিতে টাইগারদের বোলিং তোপে পড়ে লঙ্কানরা।

অঘোষিত সেমিফাইনালে টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ফিরে আসে দলে। সাকিবকে ফিরে পেয়েই যেনো উজ্জীবিত গোটা বাংলাদেশ দল। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান।

অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা। দলীয় ১৫ রানেই লঙ্কান ওপেনার গুণাথিলাকে সাব্বিরের ক্যাচ বানিয়ে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন ৪৮ দিন পর মাঠে ফেরা সাকিব আল হাসান। এরপর বোলিংয়ে পরিবর্তন করে মুস্তাফিজ এনেই সাফল্য পান সাকিব। দলীয় ২২ রানে কুশল মেন্ডিসকে সৌম্যর ক্যাচ বানিয়ে ফেরান মুস্তাফিজ। দলীয় ৩১ রানে ক্রিজে সেট হওয়ার আগেই মিরাজ ও মুস্তাফিজ মিলে রান আউট করেন থারাঙ্গাকে।

পরের ওভারে এসে আবার আঘাত হানেন মুস্তাফিজ। এবার কোন রান করার আগেই উইকেটের পিছনে মুশফিককে ক্যাচ দেন শানাকা। এরপর দলীয় ৪১ রানে জীবন মেন্ডিসকে মুস্তাফিজের ক্যাচ বানিয়ে ফেরান মিরাজ। এরপর শুধু দুই পেরেরার ব্যাটিং শো। উভয়ে মিলে ৬ষ্ঠ উইকেট জুটিতে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন। দলীয় ১৩৮ রানে কুশল পেরেরাকে সৌম্য সরকার ফেরালেও ৪০ বলে ৭ চার ও ১ ছয়ের সাহায্যে ৬১ রানের ইনিংস খেলে যান। শেষ ওভারে থিসারা পেরেরাকে তামিম ইকবালের ক্যাচ বানিয়ে ফেরান রুবেল। তার আগে থিসারা পেরেরাও ৩৭ বলে ৩ ছয় ও ৩ চারের সাহায্যে ৫৮ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে ১৬০ রানের লক্ষ দাঁড় করায় লঙ্কানরা।

বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। আবু হায়দার রনির পরিবর্তে খেলছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কা দলে দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নামে সুরঙ্গা লাকমাল ও দুশমান্থ চামারার পরিবর্তে দলে এসেছেন ইসুরু উদানা ও আমিলা আপন্সো।

টুর্নামেন্টের প্রথম দেখাতে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। সেদিন মুশফিকুর রহিমের ব্যাটে চড়ে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জিতে বাংলাদেশ।

সিরিজ থেকে ছিটকে যাওয়া সাকিব শ্রীলঙ্কায় যান হঠাতই। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেন। গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সময়ই আঙুলে চোট পেয়ে ছিটকে যান মাঠের বাইরে।

আঙুলে দশটি সেলাই দরকার হয়। পুনর্বাসনে ছিলেন দেড় মাস। চিকিৎসা করিয়েছেন থাইল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টিতে ছিলেন না। তার অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন মাহমুদুল্লাহ।

শ্রীলঙ্কা একাদশ
উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দাসুন শানাকা, কুশল পেরেরা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, নুয়ান প্রদিপ, আমিলা আপোন্সো।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
X
Fresh