• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৬

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে চান ক্রিকেটের তিন ফরম্যাটের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান।

সোমবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইয়ন্ডার মিউজিক অ্যাপের উদ্বোধন করার সময় একথা জানান তিনি

সাকিব আল হাসান বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি আমার হাতের ব্যান্ডেজ খোলা ও সেলাই কাটা হবে। দুই বা তিনদিন পর যদি মনে হয় আমি খেলতে পারব, তবে প্রথম টি-টোয়েন্টি খেলব।

আগামী ৮ ফেব্রুয়ারি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। একই ভেন্যুতে ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

--------------------------------------------------------
আরও পড়ুন: ঢাকায় আসছেন সালমান
--------------------------------------------------------

পরের দিন উভয় দল চলে যাবে সিলেট। ১৭ ফেব্রুয়ারি অনুশীলন শেষে ১৮ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির মধ্য দিয়ে সিরিজের সমাপ্তি ঘটবে।

অতএব বলা যায়, বিশ্বসেরা এই অলরাউন্ডার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে পারবেন কিনা তা জানতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এর আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে বাম হাতের কনিষ্ঠা আঙুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন সাকিব। পরে দেখা যায় তার কনিষ্ঠায় চিড় ধরেছে। পরে তার আঙুলে সেলাই করতে হয়। এরপর থেকে মাঠের বাইরে তিনি।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
X
Fresh