• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নেইমারের বার্থডে পার্টিতে যোগ দিলেন যারা

স্পোর্টস ডেস্ক

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৮

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ২৬ বছরে পা দিলেন। ১৯৯২ সালের এই দিনে (৫ ফেব্রুয়ারি) ব্রাজিলের মগি দাস ক্রুজেসে জন্মগ্রহণ করেন এই ফরোয়ার্ড। বিশেষ দিনটি উপলক্ষে রোববার গ্রান্ড পার্টির আয়োজন করা হয়েছিল।

শনিবার রাতে লিলের বিপক্ষে বড় জয়ের পর এই পার্টিটি প্যারিসের প্রাণকেন্দ্রে আয়োজন করা হয়। এতে যোগ দিয়েছিলেন সাম্বা তারকার পরিবার, বন্ধু, সতীর্থ, টেলিভিশন ব্যক্তিত্ব, পোকার খেলোয়াড় ও বিগ বসের (ব্রাজিল সংস্করণ) তারকারা।

ছেলেদের ড্রেস কোড ছিল টুক্সেডু স্যুট আর মেয়েদের জন্য লং গাউন।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায়, এদিন পার্টিতে প্রেমিকা ব্রুনা মারকুইজিনকে নিয়ে পার্টি হলে প্রবেশ করেন নেইমার। ব্রাজিলিয়ান এই অভিনেত্রীকে নিয়ে ড্রেস কোড মেনেই যোগ দেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।

তারকা এই ফরোয়ার্ডের জন্মদিনে যোগ দেন ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমার, ব্রিটিশ ফর্মুলা ওয়ান রেসার লুইস হ্যামিল্টনসহ প্রায় ২০০ জন।

এছাড়া প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) তারকা থমাস মিউনিয়ের, আর্জেন্টিনার হাভিয়ের পাস্তরে, ইতালিয়ান মিডফিল্ডার থিয়াগো মত্তা, মার্শেই মিডফিল্ডার লুইজ গুজটোভ ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্রাভিয়েল জেসুসসহ অনেকে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানায়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উড়ে আসা অতিথিদের সব খরচ নেইমার নিজেই বহন করেন।

গত গ্রীষ্মে অনেক জলঘোলার পর বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে পাড়ি জমান নেইমার।

--------------------------------------------------------
আরও পড়ুন: হিগুয়াইনের হ্যাট্রিকে জুভিদের গোল উৎসব
--------------------------------------------------------

তবে কোচ উনাই এমেরি ও উরুগুইয়ান তারকা এডিসন কাভানির সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর কারণে দল পরিবর্তনের গুঞ্জন রটে।

পিএসজির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি থাকলেও নেইমারকে পাবার চেষ্টা করে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন:

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
X
Fresh