• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

পিএসজিতে নেইমারের ১০ নম্বর জার্সি দখল?

স্পোর্টস ডেস্ক

  ২৫ জানুয়ারি ২০১৮, ১২:৫৫

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়ে ১০ নম্বর জার্সি পান নেইমার। জার্সিটি পরে দলটির হয়ে খেলতেন আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে।

তবে ব্রাজিলিয়ান তারকার প্রতি সম্মান দেখিয়ে অন্যদিকে পাস্তোরে ফিরে যান ২৭ নম্বর জার্সিতে। দলটির হয়ে নিজের প্রথম মৌসুমে এই নম্বর নিয়ে খেলেছিলেন তিনি।

সম্প্রতি খবর চাউর হয় ফ্রেঞ্চ পাওয়ার হাউজে খুশি না হওয়ায় ফের স্পেনে পাড়ি জমাচ্ছেন নেইমার। এবার রিয়াল মাদ্রিদে যাচ্ছেন তিনি।

লিগ ওয়ানের সব শেষ ম্যাচে লিঁওর বিপক্ষে হারতে হয় পিএসজিকে। ওই ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামেননি নেইমার।

বুধবার রাতে ফ্রেঞ্চকাপের শেষ ১৬তে ওঠার লড়াইতে গুইনগ্যাম্পের মুখোমুখি হয় উনাই এমেরির শিষ্যরা। এতে ৪-২ গোলে বড় জয় পেলেও ছিলেন না নেইমার।

এদিন মাঠে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন পাস্তোরে। দলের হয়ে একটি গোলও করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

এতে ভক্তদের মাঝে প্রশ্ন জাগে তাহলে কি সত্যি হচ্ছে গুঞ্জন? পার্ক দ্য প্রিন্সেস থেকে সান্তিয়াগো বার্নব্যুতে যোগ দিচ্ছেন সাম্বা তারকা?

তবে আপাতত রিয়াল কর্তৃপক্ষ থেকে কেনো ঘোষণা না আসায় এখনো প্যারিসেই আছেন নেইমার। যাচ্ছেন কি না তা নিয়ে সন্দেহের তীর রয়েই যাচ্ছে।

আসলে টুর্নামেন্টের নিয়ম হলো, প্রতিটি দল থেকে ১৮ জনের তালিকা দিতে হবে। অবশ্যই তাদের জার্সি নম্বর ১ থেকে ১৮ হতে হবে।

শুধু তাই নয়, যে খেলোয়াড়রা মূল একাদশে থাকবে তাদের প্রত্যেককে ১ থেকে ১১ নম্বর জার্সি পরেই মাঠে নামতে হবে।

ফ্রেঞ্চকাপের নিয়মটি রক্ষা করতেই বর্তমান চ্যম্পিয়নরা জার্সিগুলো এভাবেই পরে খেলতে নামেন।

সে হিসেবে নেইমারের ১০ নম্বর জার্সি পরেছিলেন পাস্তোর। অন্যদিকে থমাস মিউনিয়ের পরেন থিয়াগা সিলভার ২ নম্বর জার্সি।

আর থিয়াগো মোতার ৮ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন ড্রাক্সলার।

এ নিয়ম না মানান কারণে চলতি মৌসুম থেকে বাদ পড়তে হয় লিগ ওয়ানের দল ক্যাকটাস সেন্ট অ্যানিকে।

ফ্রেঞ্চকাপের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে, প্রতিটি দলকেই নিজেদের স্পন্সরকে বাদ দিয়ে টুর্নামেন্টের স্পন্সরের লোগো দিয়ে মাঠে নামতে হবে। সে হিসেবে পিএসজির জার্সিতে এমিরিটসের লোগো ছিল না।

আরও পড়ুন

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে ফাইনালে এক পা ডর্টমুন্ডের
৬ গোলের থ্রিলারে জয়বঞ্চিত পিএসজি
ট্রেবল জয়ে তাকিয়ে এনরিকে
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
X
Fresh