• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লঙ্কানদের সামনে রেকর্ডের হাতছানি

স্পোর্টস ডেস্ক

  ১৭ ডিসেম্বর ২০১৭, ১৪:০৭

ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা দল। আজ রোববার টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকদের অধিনায়ক ‘হিট ম্যান’ রোহিত শর্মা।

লঙ্কানরা কোনোদিনও অ্যাওয়ে সিরিজে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে জিততে পারেনি। এ ম্যাচে জয় পেলেই রেকর্ড গড়বে থিসারা পেরারা নেতৃত্বাধীন দলটি।

অন্যদিকে বিশাখাপত্তম ভারতের জন্য লাকি স্টেডিয়াম। এখন পর্যন্ত মোট ছয়টি ম্যাচ খেলেছে ভারত। সবকটিতেই জিতেছে তারা। তাই এ ম্যাচে নামার আগে ফুরফুরে মেজাজেই স্বাগতিকরা।

সিরিজের প্রথম ম্যাচে ভারতের হতশ্রী হারের পর মোহালিতে ঘুরে দাঁড়ানো ম্যাচে শ্রীলঙ্কা চোখে কার্যত শর্ষে ফুল দেখে। রোহিতের ডাবল সেঞ্চুরিতে প্রথম ৪ উইকেটে ৩৯২ রান করার পর ১৪১ রানে জিতেছে তারা।

এদিকে শেষ ম্যাচে ওপেনার শেখর ধাওয়ান ও তরুণ ব্যাটসম্যান শ্রেয়স আয়ার রান পেয়েছেন। অর্ধশতরান করেন ধাওয়ান। অন্যদিকে ৮৮ রান করে বড় ছাপ রেখেছেন আইয়ার।

ফলে হিট ম্যানের দলের সব সদস্যই এই মুহূর্তে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন।

বিশাখাপত্তমের পিচ ব্যাটিং সহায়ক হলেও বোলারদের অবশ্য খুব ভয় পাওয়ার কিছু নেই। তারাও ধর্মশালা ম্যাচের ধাক্কা দূরে সরিয়ে রেখে মোহালিতে নিজেদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ফর্ম ফেরত পেয়েছেন। ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহরা নতুন বল হাতে দলকে ভরসা দিচ্ছেন।

এদিকে শ্রীলঙ্কা দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ফলে এই ম্যাচে নিজেদের এক বিশ্বস্ত সৈনিককে ফিরে পেয়ে স্বস্তিতে লঙ্কান বাহিনী। তবে তা তাদের কতটা সিরিজ জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে সেটা সময় বলবে।

ওয়াই/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত!
X
Fresh