• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

যথাযথভাবে দায়িত্ব পালন করতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক

  ১১ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৯

২০০৯ সালে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছিলের সাকিব আল হাসান। ৮ বছর ফের একই দায়িত্ব পেলেন তিনি। গতকাল তার কাঁধে এই দায়িত্ব অর্পণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রতিশ্রুতি দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। জনালেন, ‘অর্পিত দায়িত্ব ভালোভাবে পালন করতে চাই। উপভোগের চেয়ে দায়িত্বটাই আমার কাছে সবসময় বেশি প্রাধান্য পায়। এটি অবশ্যই যথাযথভাবে পালনের চেষ্টা করব।’

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে হাঁটুর ইনজুরিতে পড়েন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এতে সিরিজ থেকেই ছিটকে পড়েন তিনি। পরে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন সাকিব। ২০১১ সাল পর্যন্ত তা চালিয়ে যান। এসময়ে তার নেতৃত্বে ৯টি টেস্ট খেলেছে বাংলাদেশ। ১ জয়ের বিপরীতে হার ৮টিতে।

২০১৭ সালে আবারো বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব পেলেন সাকিব। দক্ষিণ আফ্রিকা সফরে ব্যর্থতার দায়ে মুশফিকুর রহিমকে সরিয়ে তার হাতে এই দায়িত্ব তুলে দেয় বিসিবি। নতুনভাবে পুরনো দায়িত্ব পেয়ে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘নতুন দায়িত্ব। আমরা এখন টেস্টেও ভালো করছি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছি। এই জায়গা থেকে কতটা ভালো করা যায়, সেই চেষ্টাই থাকবে।’

গেলো মেয়াদে টেস্ট অধিনায়কত্বের অভিজ্ঞতা কেমন ছিল বা টেস্ট অধিনায়কত্বের চ্যালেঞ্জকে কিভাবে দেখছেন? প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘কি হয়েছিল, কেমন ছিল-তা মনে নেই। জানি না সামনে কেমন হবে। এখন আপাতত বিপিএল চ্যালেঞ্জ নিয়ে আছি। বিপিএল শেষ হোক, জাতীয় দলের ক্যাম্প শুরু হলে দেখা যাবে কি কি চ্যালেঞ্জ আছে। যখন পরিকল্পনা করা হবে, তখন বোঝা যাবে। প্রতিটি টুর্নামেন্ট বা সিরিজই কঠিন। সেটা দেশে হোক বা বাইরে। হয়তো আমরা দেশে একটু স্বস্তি বোধ করি। বিদেশে যেহেতু সাফল্য নেই, সেহেতু আমাদের জন্য কঠিন হয়ে যায়। একইসঙ্গে এটাও সুযোগ ভালো কিছু করার। কোনো না কোনো কিছু তো কেউ না কেউ শুরু করবে। যদি শুরু হয়, তাহলে খারাপ কী! যদিও কাজটা কঠিন। কিন্তু আমাদের যে দল আছে, আমরা যেভাবে খেলছি, অনেক কিছু করা সম্ভব।’

আগেরবারের নেতৃত্বে একাই বেশ কিছু ম্যাচে পারফরম করেছিলেন। এবারো কি তাই হবে? নাকি দলে অনেক পারফরমার থাকতে অধিনায়কের কাজটা সহজ হবে? তিনি বলেন, ‘এবার কাজটা সহজ হবে। এখন বেশিরভাগ ক্রিকেটারই প্রায় সবসময় পারফরম করছে। দলের সবাই যখন পারফরম করে, অধিনায়কের ও রকম কোনো কাজই থাকবে না। আশা করি সবাই মিলে ভালো করবে। তাহলেই দল ভালো করবে।’

এবার সাকিবের ডেপুটি হিসেবে কাজ করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে ডেপুটি পেয়ে উচ্ছ্বসিত সাকিব বলেন, ‘আমরা বেশ কয়েকজনই আছি, যারা দলের নেতা। যেকোনো সিদ্ধান্তই আমরা একসঙ্গে মিলে নেই। কেউ অধিনায়ক থাক বা না থাক, সেটা ব্যাপার নয়- যখন আমরা মাঠে খেলতে নামি। সবার সাহায্যই দরকার হবে। আর রিয়াদ ভাইতো কয়েক বছর ধরেই বিপিএলে ভালো অধিনায়কত্ব করছেন। নেতৃত্বগুণ ওনার ভেতর অনেক আগে থেকেই আছে। আমার কাছে মনে হয়, আমার জন্য কাজটি সহজ হবে।’

ডিএইচ/এসজে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে যা জানালেন সাকিব
সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
X
Fresh