• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পিএসজিতে থাকলে বিশ্বসেরা হতে পারবে নেইমার: ডোমেনিখ

স্পোর্টস ডেস্ক

  ০৫ ডিসেম্বর ২০১৭, ১৮:৩২

শুধু অর্থের নেশায় নয়, প্রভাব-প্রতিপত্তি-খ্যাতির জন্যও পিএসজিতে যোগ দেন নেইমার। ইতোমধ্যে তার অধিকাংশ চাহিদাই পূরণ করেছে প্যারিস। বাকি আছে শুধু খ্যাতি, মানে ফিফা বর্ষসেরা খেলোয়াড় হওয়া। ক্লাবটিতে থাকলে ব্রাজিল ফরোয়ার্ডের সেই স্বাদও মিটবে বলে মনে করেন ফ্রান্স জাতীয় দলের সাবেক কোচ রেমন্ড ডোমেনিখ।

গেলো গ্রীষ্মে দলবদল মৌসুমে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার। যাওয়ার পর থেকেই সেখানে আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে মুগ্ধতা জাগানিয়া পারফরম করছেন ব্রাজিল ফরোয়ার্ড।

শুধু পারফরম নয়, দলের ওপর দারুণ প্রভাব বিস্তার করছেন নেইমার। মাঠ ও মাঠের বাইরে দলের নীতি নির্ধারণী বিষয়ে রাখছেন প্রভাব। তাকে খুশি রাখতে নানা অনাহূত আবদারও মেনে নিচ্ছে পিএসজি। অথচ শোনা যাচ্ছে, এত বিলাসিতার মধ্যে থেকেও রিয়ালে যোগ দিচ্ছেন ব্রাজিল প্রিন্স।

ডোমেনিখ মনে করেন, ‘প্যারিসে অর্থের চেয়েও বড় কিছু পাবে নেইমার। ও বিশ্বের সেরা খেলোয়াড় হতে চায়। এখানে থাকলে তা সম্ভবও। এখানকার আলো-বাতাসের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে পরিশীলিত করে গড়ে তুলতে পারলে কাঙ্খিত সাফল্য (ব্যালন ডি’অর) সময়মতোই ধরা দেবে।’

এখন পর্যন্ত একবারও চ্যাম্পিয়নস লিগ জেতেনি পিএসজি। এ মৌসুমে যেভাবে খেলে যাচ্ছে তাতে তা সম্ভব। দলে রয়েছে নেইমার, কিলিয়ান এমবাপ্পে, এডিনসন কাভানি ও ডি মারিয়ার মতো ফুটবলার। সমন্বিতভাবে খেলতে পারলে লিগ ওয়ানসহ চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে উঠবে উনাই এমেরির দলের।

তিনি বলেন, ‘এবার লিগ ওয়ান শিরোপা তাদের ঘরেই উঠবে। চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জেতার সম্ভাবনা আছে। দলীয় অর্জন হলে ব্যক্তিগত সাফল্য এমনিতেই ধরা দেবে।’

ডিএইচ/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh