• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কাভানিকে বেচে দেন, দাবি নেইমারের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ সেপ্টেম্বর ২০১৭, ১১:৩৫

সতীর্থ এডিনসন কাভানিকে বিক্রি করে দিতে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি করলেন নেইমার। এক বনে দুই বাঘ থাকতে পারে না। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এমন দাবিতে আবারো তা-ই যেন প্রতীয়মান হয়ে উঠলো।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, গেলো রোববার ফরাসি লিগ ওয়ানে লিঁওর বিপক্ষে ফ্রি-কিক ও পেনাল্টি কিক নেয়া নিয়ে ঝগড়া বাধে নেইমার-কাভানির। শিশুসুলভ অমন কাণ্ডের পর দুই সতীর্থের মধ্যে সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না। কেউ কারো নাকি মুখ পর্যন্ত দেখছেন না। এমনকি কাভানিকে বিক্রি করে দিতে পিএসজি প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের আল-খেলাইফির কাছে জোরালো দাবি তুলেছেন নেইমার।

প্রায় একইরকম তথ্য জানাচ্ছে ফ্রান্সের শীর্ষস্থানীয় দৈনিক এল’ ইকুয়েপ। মঙ্গলবার দৈনিকটি জানায়, নেইমার-কাভানির মাঠের রেষারেষি ড্রেসিংরুম পর্যন্ত গড়ায়। থিয়াগো সিলভার হস্তক্ষেপে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়নি।

অবশ্য পিএসজি কোচ উনাই এমারি দাবি করেছেন, তাদের মধ্যে ঝগড়া মিটে গেছে। দু’জনই মৈত্রীর ডোরে আবদ্ধ হয়েছেন।

তবে স্পোর্ট যা দাবি করছে তাতে তার উক্তির সত্যতা থাকছে না। স্পেনভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, এরই মধ্যে পিএসজি প্রধান নির্বাহীর সঙ্গে যোগাযোগ করেছেন নেইমার। কাভানিকে বেচে দিতে বলেছেন তিনি।

সম্প্রতি ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দিয়েছেন নেইমার। বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি’তে দলে ভেড়ানোর সময় তাকে খেলাইফি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি হবেন পিএসজির মূল খেলোয়াড় ও মাঠে একচ্ছত্র অধিপতি।

সংবাদমাধ্যমটি আরো দাবি করেছে, পিএসজি প্রধান নির্বাহীর প্রতিশ্রুতিই শেষ পর্যন্ত বহাল থাকতে পারে। অর্থাৎ নেইমারের দাবি মেনে নিলে নিশ্চিত বিক্রি হচ্ছেন কাভানি।

এখন কি হয় তাই দেখার বিষয়।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh