• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নেইমারের শূন্যতা টের পেলো বার্সা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ আগস্ট ২০১৭, ০৯:৪৩

স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে এগিয়ে রইলো রিয়াল মাদ্রিদ।

আক্রমণ ভাগে নেইমার নেই। রিয়ালের জন্য স্বস্তির খবর হলেও নিশ্চিতভাবে অস্বস্তিতেই ম্যাচ শুরু করে বার্সা শিবির।

ক্যাম্প নউয়ে রোববার রাতের এ ম্যাচের প্রথমার্ধে আক্রমণ, পাল্টা আক্রমণ চালাতে থাকে দু’পক্ষ। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে রিয়ালের উইঙ্গার মার্শেলোর ক্রসে স্লাইড মেরে বার্সার ডিফেন্ডার নিজেদের পোস্টেই গোল দেন।

ডি বক্সে রিয়ালের গোল কিপার কেইলর নাভাসের ফাউল করেন বার্সা ফরওয়ার্ড লুইজ সুয়ারেজকে। ৭৭ মিনিটে মেসির পেনাল্টি শটে সমতায় ফেরে বার্সা।

ম্যাচের শেষার্ধে নেমে ৮০ মিনিটে লং শটে চমৎকার গোল দিয়ে পর্তুগিজ তারকার জার্সি খুলে গোল উদযাপনে এগিয়ে যায় রিয়াল। তবে জার্সি খোলার দায়ে হলুদ কার্ড পান তিনি। এর এক মিনিট পরেই বার্সার ডি বক্সে আবারো বল নিয়ে ঢুকে পড়েন সি আর সেভেন। বার্সার ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির ধাক্কায় পড়ে যান তিনি। দায়িত্বে থাকা রেফারি উল্টো রোনালদোকেই দোষী করে হলুদ কার্ড দেয়। মাঠ ছাড়ার আগে রেফারিকে ধাক্কা মেরেছেন তিনি। এজন্য হতে পারে কঠোর শাস্তি।

এদিকে ১০ মিনিট পর ম্যাচের শেষ মিনিটে রিয়ালের কাউন্টার অ্যাটাকে স্প্যানিশ মিডফিল্ডার মারকো অ্যাসেনসিওর আরেকটি লং শট। ফলাফল রিয়াল ৩ বার্সা ১।

বুধবার রাতে ফিরতে লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে আবারো দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh