• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফাইনাল খেলবে বাংলাদেশ, আশাবাদী তাসকিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুন ২০১৭, ০৯:০৪

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির চার সেমিফাইনালিস্ট এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। সব ক্যালকুলেশন শেষে সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বার্মিংহামের এজবাস্টনে হবে দু’দলের মহারণ। সেই মহারণে বিশ্বের সবচে’ শক্তিশালী ব্যাটিং লাইনআপ ও দুর্দান্ত ফর্মে থাকা বোলারদের বিপক্ষে ম্যাচ জিতে কি ফাইনালে যেতে পারবে টাইগাররা? এ প্রশ্নই এখন ঘুরেফিরে ফিরছে সবার মনে। তবে কেউ মনে করুক আর না করুক টাইগার পেস সেনসেশন তাসকিন আহমেদ ফাইনাল খেলার ব্যাপারে ভীষণ আশাবাদী।

তিনি বললেন, স্বপ্নের শুরুটা এখানেই শেষ করতে চাই না। শেষ চারের লড়াইয়ে জিতে ফাইনাল খেলতে চাই। এ ব্যাপারে আমি দারুণ আশাবাদী।

১ জুন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বসে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর। এতে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আট দল অংশ নেয়। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তাই এ গ্রুপকে কাগজে কলমে ‘ডেথ গ্রুপ’ হিসেবে দেখেন সবাই। সেখানে কিছু অঘটন ঘটার কথা বললেও বাংলাদেশ যে সেমিফাইনাল খেলবে তা কেউই জোর দিয়ে বলেননি। তবে সেমিতে খেলার ব্যাপারে আশাবাদী ছিলেন তাসকিন।

টাইগার গতিতারকা বলেন, যখন এখানে এসেছিলাম, তখনই বলেছিলাম আমরা সেমিফাইনালে খেলব। ইনশাআল্লাহ! শেষ পর্যন্ত সেমিতে পৌঁছেছি। এ কথা মনে করতেই খুব ভালো লাগছে। ফাইনাল খেলার ব্যাপারেও আশাবাদী।

বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় বড় ক্রীড়াযজ্ঞের সেমিফাইনালে ওঠায় আনন্দে ভাসছে দেশের মানুষ। বিশ্বকাপের পর দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাকর আসরে টাইগারদের এমন অর্জনে উদ্বেলিত ক্রিকেটাররাও।

তাসকিনের মতে, এটি দারুণ অভিজ্ঞতা। চ্যাম্পিয়নস ট্রফির মতো আসরে সেমিফাইনালে খেলছি আমরা। আমাদের কতটা ভালো লাগছে তা বলে বোঝানো যাবে না। আমরা সবাই সেমিতে খেলা নিয়ে উত্তেজিত। আসলেই অনেক খুশি। ইতিহাসও হয়ে যেতে পারে। ফাইনালেও চলে যেতে পারি।

গ্রুপপর্বে নিজেদের বাঁচামরার ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারায় বাংলাদেশ। এতে টাইগারদের সেমিতে খেলার আশা বেঁচে থাকে। পরে বৃষ্টি আইনে ইংল্যা‌ন্ডের কাছে অস্ট্রেলিয়া হারলে বাংলাদেশের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়। কিউইদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে দু’উইকেট নিয়ে দলের জয়ে দারুণ ভূমিকা রাখেন তাসকিন। সেমিফাইনালেও দলের জয়ে অবদান রাখতে চান তিনি।

তাসকিন বলেন, সুযোগ পেলে এমন একটা স্পেল করতে চাই যা সেমিফাইনাল জিততে সহায়তা করবে। সবার টুকরো টুকরো অবদানে আমরা সেমিফাইনালে পৌঁছেছি। ক্রিকেট দলের খেলা। ছোট ছোট অবদান রাখতে পারাটাও গুরুত্বপূর্ণ। গেলো ম্যাচগুলোতে যেসব ভুল করেছি সেগুলো শুধরে ভালো করতে চাই।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাসকিনের বলে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আল-আমিন
সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
সেঞ্চুরির দ্বারপ্রান্তে তাসকিন
দ্বিতীয় ওয়ানডেতে নিজের লক্ষ্য জানালেন তাসকিন
X
Fresh