• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
ফেনীতে গরু, মুরগি ও ছাগলের মাংসের দাম নির্ধারণ
রমজান উপলক্ষে ফেনীতে গরু, মুরগি ও ছাগলের মাংসের দাম নির্ধারণ করা হয়েছে।  রোববার (১৭ মার্চ) বিকেলে পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে শহরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাম নির্ধারণ করা হয়। দাম নির্ধারণ করে দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। তিনি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনীর মানুষের স্বার্থে এ দাম নির্ধারণ করা হয়েছে। এতে ব্যবসায়ীদের সাময়িক ক্ষতি হলেও ঈদের পরে তাদের সঙ্গে পুনরায় আলোচনা করে দাম নির্ধারণ করা হবে। শুধু রমজান উপলক্ষে যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দামে বিক্রি করার অনুরোধ জানাই। সভায় প্রতি কেজি ২শ গ্রাম হাড়সহ গরুর মাংস ৭০০ টাকা, হাড় ছাড়া ৮৫০ টাকা, ছাগলের মাংস ১০৫০ টাকা, সাদা মুরগি ১৯০টাকা এবং সোনালী মুরগির দাম ২৮০ টাকা নির্ধারণ করা হয়।
১৭ মার্চ ২০২৪, ২২:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়