• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

ড. কামাল হোসেনের সঙ্গে চলতে চাই: কাদের সিদ্দিকী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ অক্টোবর ২০১৮, ২৩:১৪

ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্টে যোগ দেয়া না দেয়ার বিষয়ে কোনো কথা হয়নি। তবে আমরা একসঙ্গে পথ চলতে চাই। বললেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার রাতে বেইডি রোডে ড. কামাল হোসেনের সঙ্গে তার বাসায় বৈঠক শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাংবাদিকদের এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ড. কামাল হোসেন আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই দেখা করলাম। অনেক বিষয়েই কথা হয়েছে।

বৈঠকে কাদের সিদ্দিকীর সঙ্গে তার দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক ও সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম দেলোয়ার উপস্থিত ছিলেন।

ড. কামালের সঙ্গে বৈঠকে অংশ নেন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ আ ম শফিক উল্লাহ।

আরও পড়ুন :

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মা-বোনের সম্মানের জন্য আমি রক্ত দিয়েছি’
‘সাধারণ মানুষ খাবে বরই, বিত্তবানরা খেজুর আর মুরগির রান’
নির্বাচন সুষ্ঠু হয়নি, মানুষ খুশি না : কাদের সিদ্দিকী
X
Fresh