• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

‘সাধারণ মানুষ খাবে বরই, বিত্তবানরা খেজুর আর মুরগির রান’

আরটিভি নিউজ

  ০৬ মার্চ ২০২৪, ২১:৪৯
ছবি : সংগৃহীত

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশের সাধারণ মানুষ বরই দিয়ে ইফতার করবে, আর যারা বিত্তবান তারা খেজুর খাবে, মুরগির রান খাবে। এই অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের সক্রিয়তা দরকার।

বুধবার (৬ মার্চ) টাঙ্গাইলের সখীপুরে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের বিচার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি ও নির্যাতিত নারীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, আমাদের কথা কে শুনবে। বঙ্গবন্ধু নেই, মাওলানা ভাসানীও নেই। আমরা হয়তো মরলে শুনতে পারে। জনগণ সত্যিকার অর্থে হতাশ হয়ে পড়েছে। আমরা জনগণকে সেভাবে উৎসাহিত করতে পারিনি।

প্রবাসীর স্ত্রীকে নির্যাতনকারীর বিচারের জন্য সাত দিনের আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, অপরাধীর বিচার না হলে আমি রাস্তার মধ্যে বসে থাকব, আমি একা হলেও বসে থাকব।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, আশিক জাহাঙ্গীর, আবু জাহিদ রিপন প্রমুখ।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
‘নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বিএনপির প্রতি জনগণের আগ্রহ নেই’
টাকার হিসাব জানার অধিকার জনগণের আছে: ব্যারিস্টার সুমন
X
Fresh