• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুকে ভারতের ৫ লাখ ৬২ হাজার ৪৫৫ জনের তথ্য ফাঁস!

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ এপ্রিল ২০১৮, ২৩:০৩

৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অবৈধভাবে শেয়ার করেছে যুক্তরাজ্যের ক্যামব্রিজ অ্যানালিটিকা। বুধবার ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক স্ক্রফার এক ব্লগে এমনটা জানিয়েছেন। এর মধ্যে প্রায় ৫ লাখ ৬২ হাজার ৪শ ৫৫জনের অ্যাকাউন্ট ভারতের। খবর ইন্ডিয়া টুডে।

ফেসবুক জানিয়েছে, তারা তথ্য শেয়ার করার ব্যাপারে এখন থেকে আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : রোহিঙ্গাদের আশ্রয় দিতে চান ফিলিপাইনের প্রেসিডেন্ট
--------------------------------------------------------

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, তথ্য ফাঁস হওয়া ফেসবুক ব্যবহারকারীর ৮১ শতাংশ যুক্তরাষ্ট্রের। এছাড়া যুক্তরাজ্যের প্রায় ১১ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে। আর ভারতে এই সংখ্যাটা ৫ লাখ ৬২ হাজার ৪৫৫।

ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ‘আমি দৃঢ়ভাবে বলছি আমাদের বিশ্লেষণ অনুযায়ী এটি ৮ কোটি ৭০ লাখের বেশি হবে না। এটা আরও কম হওয়ার কথা। কিন্তু আমরা বিশ্লেষণের মাধ্যমে এর সর্বোচ্চ সংখ্যা জানানোর চেষ্টা করেছি।’

ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক স্ক্রফার এক ব্লগে জানিয়েছেন, ‘দিস ইজ ইওর ডিজিটাল লাইফ’ নামের একটি কুইজ অ্যাপের মাধ্যমে এই তথ্য ফাঁস সম্ভব হয়েছে। ফেসবুক ধারণা করছে ৩ লাখেরও বেশি মানুষ এই অ্যাপটি ব্যবহার করেছেন। আগে বলা হয়েছিল এই সংখ্যা ২ লাখ ৭০ হাজার।

এই কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে ফেসবুক।

আরও পড়ুন :

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকার অশ্লীল ছবি ফেসবুকে ছড়ালেন প্রেমিক, এলাকাবাসীর প্রতিবাদ
শুক্রবার ক্লাস নেওয়া নিয়ে ফেসবুক পোস্ট ভুলবশত: শিক্ষা মন্ত্রণালয়
ফেসবুকে পোস্ট, গাড়ি-বাড়ির মালিক হলেন বৃদ্ধ রিকশাচালক
দেখে নিন ফেসবুকে দিনে কত সময় কাটাচ্ছেন
X
Fresh