• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

‘জিন্স পরলে হিজড়া সন্তান প্রসবের সম্ভাবনা’

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ এপ্রিল ২০১৮, ১৯:২১

জিন্স পরলে হিজড়া সন্তান প্রসব করতে পারেন মেয়েরা। শুধু তাই নয় যেসব নারীরা পুরুষের পোশাক পরেন তাদেরই এমন বিপদ হতে পারে বলে দাবি করলেন ভারতের কেরালা রাজ্যের রজিত কুমার নামের এক অধ্যাপক । খবর পশ্চিমবঙ্গের দৈনিক এবেলা।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ওই অধ্যাপক বলেন, ‘যেসব মহিলারা জিন্স, শার্ট সহ পুরুষের পোশাক পরেন তারা হিজড়া সন্তান প্রসব করেন।’

--------------------------------------------------------
আরও পড়ুন : লাঠি দিয়ে বাঘকে ঘায়েল করলেন তরুণী
--------------------------------------------------------

ওই অধ্যাপক জানান, কেরালায় তিন লাখেরও বেশি হিজড়া রয়েছে।

উদ্ভিদবিদ্যার এই অধ্যাপক বলেন, ‘ যেসব দম্পতি জীবনযাপনে নারী- পুরুষ বিভাজন মেনে চলে তারাই শুধু ভাল সন্তানের জন্ম দিতে পারে। ’

ডক্টর রজিত কুমার আরও বলেন, অসৎ চরিত্রের বাবা মায়ের সন্তান অটিস্টিক বা সেরিব্রাল পালসির মতো অসুখে ভোগে।’

তবে এটাই প্রথমবার নয়। এমন সব অদ্ভুত ভাবনা আগেও বিভিন্ন সমাবেশে তুলে ধরেছেন রজিত কুমার।

আরও পড়ুন :

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নিপুণের মতো লজ্জাহীন মহিলা জীবনে দেখিনি’
যুব মহিলা লীগ নেত্রী ফাতেমাকে স্থায়ী বহিষ্কার
ঝিনাইদহ সদরে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা 
ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের কমিটি বিলুপ্ত
X
Fresh