• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের আশ্রয় দিতে চান ফিলিপাইনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ এপ্রিল ২০১৮, ২২:৫৯

মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দিতে চান ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্সিয়াল প্যালেসে কৃষক ও কৃষি কর্মকর্তাদের উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি একথা জানিয়েছেন বলে সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।

রদ্রিগো দুতার্তে বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে। আমি রোহিঙ্গাদের ব্যথার সমব্যথী। আমি তাদের গ্রহণ করতে চাই। আমি তাদের সাহায্য করবো কিন্তু আমাদের উচিত তাদেরকে ইউরোপের সঙ্গে ভাগাভাগি করে নেয়া।
--------------------------------------------------------
আরও পড়ুন : কাতারে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেন আমির
--------------------------------------------------------

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, তারা এখনও রোহিঙ্গাদের সমস্যা সমাধান করতে পারেনি। মিয়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে যা ঘটেছে, সেটা গণহত্যা। এমনকি আমি বলতে পারি তার চেয়ে বেশি।

ফিলিপাইনের প্রেসিডেন্টের এই ভাষণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় এবং পরে তার দপ্তর থেকে ভাষণের একটি লিখিত কপি ইস্যু করা হয়।

এদিকে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর বিষয়ে দুতার্তের বক্তব্য প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। দেশটির সরকারের মুখপাত্র জ হতে বলেছেন, দুতার্তের বক্তব্যে ঘটনার প্রকৃত চিত্র উঠে আসেনি।

তিনি আরও বলেন, মিয়ানমার সম্পর্কে কিছুই জানেন না দুতার্তে। সংযত না হয়ে কথা বলাই তার স্বভাব। তাই তিনি এসব কথা বলেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারে রাখাইনে দেশটির সেনাবাহিনীর অভিযান শুরু হলে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৭ লাখ রোহিঙ্গা।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখবে আইওএম
রোহিঙ্গাদের ফেরাতে আইওএমকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ওপারে মুহুর্মুহু বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন
রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী 
X
Fresh