• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এবার আইফোন ৮ প্লাসের বিস্ফোরণ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ অক্টোবর ২০১৭, ১৯:২৩

অনেক অপেক্ষার পর বাজারে আসা আইফোন ৮ প্লাস মডেলের একটি ফোনে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানায়, তাইওয়ানে এক ব্যবহারকারী তার নতুন আইফোন ৮ প্লাস বিস্ফোরণ হওয়ার কথা জানিয়েছেন। সেই গ্রাহক জানিয়েছেন, ফোনটি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বড় কোনো ক্ষতি বা আগুন দেখা না গেলেও ফোনটি কয়েক ভাগে ভাগ হয়ে পড়ে। কেসিংটিও বিস্ফোরণের চাপে নষ্ট হয়ে গেছে।

নতুন আইফোনের ক্ষেত্রে এটি প্রথম বিস্ফোরণের ঘটনা বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

ফোন ব্যবহারকারী ওই ব্যক্তি জানান, আইফোনটি তিনি পাঁচ দিন ব্যবহার করেছেন। এর পরেই সমস্যা হয়। আইফোনের সরবরাহ করা চার্জার ও কেবল দিয়েই চার্জ হচ্ছিল ফোনটি।

অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ মডেলটিতেও ব্যাটারি বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনার কথা জানা গিয়েছিল।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
ফিলিস্তিনের পতাকা দেখেই গেলেন লাথি মারতে, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
X
Fresh